পীরগঞ্জের হামলা পরিকল্পিত: স্পিকার

মঙ্গলবার দুপুরে পীরগঞ্জের মাঝিপাড়ায় ঘটনাস্থল পরিদর্শনে যান জাতীয় সংসদের স্পিকার ও পীরগঞ্জের সংসদ সদস্য ড. শিরিন শারমিন চৌধুরী। ছবি: সংগৃহীত

রংপুরের পীরগঞ্জে হিন্দু ধর্মাবলম্বীদের ঘর-বাড়িতে হামলার ঘটনা পরিকল্পিত ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ও পীরগঞ্জের সংসদ সদস্য ড. শিরিন শারমিন চৌধুরী।

আজ মঙ্গলবার দুপুরে পীরগঞ্জের ১৩ নং রামনাথপুর ইউনিয়নের মাঝিপাড়ায় ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

এ সময় স্পিকার বলেন, 'পরিকল্পিত না হলে এত বড় ঘটনা ঘটত না। এর গোড়ায় আমাদের যেতে হবে। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের ছাড় দেওয়া হবে না। সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে। তদন্ত করলে বের হয়ে আসবে এতে কারো ইন্ধন আছে কি না।'

তিনি বলেন, 'আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলে জেনেছি যে অনেকেই বহিরাগত ছিল, যাদের চেহারা কেউ চিনতে পারেনি। তারা পেট্রোল নিয়ে এসেছিল।'

তিনি আরও বলেন, 'ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক বিভিন্নভাবে সহযোগিতা করা হয়েছে। চাল, ডাল, একটি করে শাড়ি ও কম্বল বিতরণ করা হয়েছে।  এছাড়াও তাদের পুনর্বাসনে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে।'

স্পিকার জানান, ঘরবাড়ি নির্মাণ ও ব্যবসায়ীদের আবার ব্যবসা শুরু করতে সহযোগিতা করা হবে এবং মন্দির পুনর্নির্মাণ করা হবে।

'মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয়ে সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন এবং দিক নির্দেশনা দিচ্ছেন,' যোগ করেন তিনি।

এর আগে ঢাকা থেকে উড়োজাহাজে সৈয়দপুরে পৌঁছান স্পিকার শিরিন শারমিন চৌধুরী। পরে সড়কপথে ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি পরিদর্শন ও পরিবারের লোকজনদের সঙ্গে তিনি কথা বলেন।

এ সময় রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু প্রমুখ উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

UK govt unveils 'tighter' immigration plans

People will have to live in the UK for 10 years before qualifying for settlement and citizenship

1h ago