বিদ্যুৎ সম্পর্কিত মামলার জন্য আলাদা বেঞ্চ গঠনের সুপারিশ

বিদ্যুৎ সম্পর্কিত সব মামলা প্রয়োজনে আলাদা বেঞ্চ গঠন করে দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
ফাইল ফটো

বিদ্যুৎ সম্পর্কিত সব মামলা প্রয়োজনে আলাদা বেঞ্চ গঠন করে দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

আজ সোমবার কমিটির ২০তম বৈঠকে এই সুপারিশ করা হয়।

কমিটি এজন্য মন্ত্রণালয়কে দ্রুত মামলাগুলোর তালিকা তৈরি করে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করতে বলেছে।

জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খান সভাপতিত্ব করেন। সভায় অংশ নেন কমিটির সদস্য ও প্রতিমন্ত্রী নসরুল হামিদ, এস, এম, জগলুল হায়দার, মো. নূরুল ইসলাম তালুকদার, মো. আছলাম হোসেন সওদাগর, খালেদা খানম, নার্গিস রহমান এবং মো. নুরুজ্জামান বিশ্বাস।

বৈঠকে নবায়নযোগ্য জ্বালানি-নির্ভর বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি, সরকারি ও বেসরকারি পর্যায়ে বিদ্যুতের অপচয় রোধে গৃহীত ব্যবস্থা এবং সমগ্র দেশে বিদ্যুৎ সঞ্চালন প্রক্রিয়ায় প্রতিবন্ধকতা দূরীকরণে গৃহীত ব্যবস্থা উপস্থাপন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা-উপজেলার পোস্ট পেইড বিদ্যুৎ মিটারকে স্মার্ট প্রি-পেইড মিটারে প্রতিস্থাপন কার্যক্রম আরও জোরদার করার সুপারিশ করেছে কমিটি।

Comments

The Daily Star  | English

Road Surface Melting: Bargain bitumen failing to bear extreme heat

As the country is baking in heatwave, road surfaces in several districts have melted due to what experts say is the use of bitumen that cannot withstand this extreme heat.

3h ago