‘গেটওয়েতে আটকে থাকা ২১৪ কোটি টাকা গ্রাহকদের ফেরত দেবে সরকার’

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ফাইল ছবি

পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা ২১৪ কোটি টাকা গ্রাহকদের সরকার ফেরত দেবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ই-কমার্স প্রতিষ্ঠান পণ্য সরবরাহ না করায় এই টাকাগুলো গেটওয়েতে আটকে ছিল।

আজ সোমবার সচিবালয়ে ই-কমার্স বিষয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

বাণিজ্যমন্ত্রী জানান, আগামী ৩ মাসের মধ্যে এসব টাকা ফেরত দেওয়া হবে।

আইসিটি মন্ত্রণালয় ক্ষতিগ্রস্তদের টাকা ফেরত দিতে একটি অটোমেশন সফটওয়্যার তৈরি করছে বলে জানান তিনি।

চলতি বছরের ১ জুলাই বাংলাদেশ ব্যাংক 'এসক্রো সার্ভিস পেমেন্ট গেটওয়ে' চালু করে। এর মাধ্যমে গ্রাহক পণ্য হাতে পাওয়ার পর ই-কমার্স প্রতিষ্ঠানকে পণ্যের মূল্য পরিশোধ করা হয়। ই-কমার্স প্রতিষ্ঠানের কাছ থেকে গ্রাহকরা যেন প্রতারণার শিকার না হন, সেজন্য এ ব্যবস্থা চালু করা হয়েছিল।

সূত্র জানায়, আগাম টাকা দেওয়া হয়েছে কিন্তু পণ্য সরবরাহ হয়নি, এমন প্রায় ২১৪ কোটি টাকা এসক্রো পেমেন্ট গেটওয়েতে জমা আছে।

কেন্দ্রীয় ব্যাংক গ্রাহকদের এসব টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করবে বলে জানান মন্ত্রী।

Comments

The Daily Star  | English
Anti-Terrorism Act

Govt issues ordinance amending Anti-Terrorism Act

Activities of certain entities, and activities supporting them can now be banned

2h ago