'এমবাপের চেয়ে দেম্বেলে ভালো'

বর্তমান সময়ের অন্যতম সেরা খেলোয়াড় ভাবা হয় কিলিয়ান এমবাপেকে। তাকে দলে টানার জন্য মুখিয়ে আছে ইউরোপের জায়ান্ট ক্লাবগুলো। কিন্তু সেই খেলোয়াড়ের চেয়ে বার্সেলোনার তরুণ উসমান দেম্বেলেকে আরও বেশি কমপ্লিট খেলোয়াড় মনে করেন বায়ার্ন মিউনিখের জার্মান তারকা সার্জ নাব্রি।

বর্তমান সময়ের অন্যতম সেরা খেলোয়াড় ভাবা হয় কিলিয়ান এমবাপেকে। তাকে দলে টানার জন্য মুখিয়ে আছে ইউরোপের জায়ান্ট ক্লাবগুলো। কিন্তু সেই খেলোয়াড়ের চেয়ে বার্সেলোনার তরুণ উসমান দেম্বেলেকে আরও বেশি কমপ্লিট খেলোয়াড় মনে করেন বায়ার্ন মিউনিখের জার্মান তারকা সার্জ নাব্রি।

অথচ ফুটবল ক্লাব বার্সেলোনার জন্য অন্যতম হতাশার নাম দেম্বেলে। কাতালান ক্লাবটিতে যখন যোগ দেন তখন শিরোনাম হয়েছিলেন ক্লাবের সর্বোচ্চ সাইনিংয়ের কারণে। পরেও প্রায় নিয়মিতই শিরোনাম হয়েছেন। তবে যতো না তার খেলার কারণে, তার চেয়ে বেশি ইনজুরির কারণে। অনেকেই তাকে ডাকেন চলন্ত হাসপাতাল বলে।

অন্যদিকে এমবাপে এরমধ্যেই অনেক কীর্তি গড়েছেন। মোনাকো থেকে পিএসজিতে যোগ দেওয়ার পর জিতেছেন একাধিক লিগ শিরোপা। মেসি-নেইমার থাকা সত্ত্বেও চলতি মৌসুমে পিএসজির সর্বোচ্চ গোলদাতা তিনিই। কিন্তু তারপরও দুই খেলোয়াড়ের তুলনায় দেম্বেলেকেই এগিয়ে রাখেন নাব্রি।

সম্প্রতি অ্যামাজন প্রাইমের একটি টিভি ডকুমেন্টারিতে এ জার্মান তারকার সঙ্গে অংশ নেন থমাস মুলার ও ইয়াসুয়া কিমিখ। তার এক পর্যায়ে নাব্রি বলেছেন, 'এমবাপের চেয়ে দেম্বেলে অনেক বেশি ভালো খেলোয়াড়।'

উত্তরে মুলার বলেন, 'তুমি কি বোঝাতে চাইছ, বেশি ভালো? আমি যদি দেম্বেলের মতো ড্রিবল করতে পারতাম তাহলে আমিও ভালো হতাম।'

তবে এ আলোচনার উত্তাপে পানি ঢেলে দেন কিমিখ, 'আমাকে যদি বলা হয় দেম্বেলে, নাব্রি ও (কিংস্লে) কোমানের মধ্যে কাকে বেছে নিবে। আমি সবসময়ই নাব্রি অথবা কোমানকে বেছে নিব। দেম্বেলের আলোচনা এখানেই শেষ।'

ক্যারিয়ারে এখন পর্যন্ত ২৪৫ ম্যাচে অংশ নিয়ে ১৬৮টি গোল করেছেন এমবাপে। পিএসজির হয়েই করেছেন ১৩৮টি। জিতেছেন ১০টি ঘরোয়া শিরোপা। জাতীয় দলের হয়ে ৫১ ম্যাচে পেয়েছেন ১৯ গোল। অন্যদিকে জাতীয় দলের হয়ে মাত্র ২৭ ম্যাচ খেলতে পেরেছেন দেম্বেলে। সবমিলিয়ে ১৯৭ ম্যাচে করেছেন ৫২ গোল। যার ৩০টি এসেছে বার্সার জার্সিতে।

Comments

The Daily Star  | English

Heat stress jeopardises dairy industry

There are around 2.5 crore cows and 13 lakh to 14 lakh farmers in the country. Of the farmers, 3.5 lakh own large farms, according to the Dairy Farm Owners Association in Bangladesh.

25m ago