নতুন দল গঠন করে যা বললেন নুরুল হক নুর

ছবি: সংগৃহীত

নব গঠিত দল 'গণ অধিকার পরিষদ'-এর সদস্যসচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, 'বর্তমান রাজনৈতিক দলগুলোর ব্যর্থতার কারণেই আমরা নতুন রাজনৈতিক দল গঠন করেছি।'

আজ মঙ্গলবার দ্য ডেইলি স্টারের সঙ্গে আলাপকালে নুর এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, 'বর্তমানে দেশের রাজনৈতিক দলগুলো তাদের কৌশল ও জনসম্পৃক্ততা না থাকার কারণে ব্যর্থ হচ্ছে। রুদ্ধদ্বার পরিবেশের মধ্যেও আমাদের সফলতার ইতিহাস আছে। কোটা সংস্কার আন্দোলনে রাষ্ট্র, দল ও সরকারের দমন-নিপীড়নের মধ্যেও সফল হয়েছি। সেখান থেকেই ধারণা হয়েছে যে, আমরা যদি আজ রাষ্ট্র সংস্কারের ডাক দেই, সেখানে দলমত নির্বিশেষে সবার সমর্থন পাব এবং অন্যদের চেয়ে সফল হতে পারব।'

দেশে গণতন্ত্রের কোনো অস্তিত্ব নেই, ন্যায় বিচার নেই উল্লেখ করে নুর বলেন, 'প্রধান বিচারপতিকে জোর করে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়, আমি নির্বাচিত ভিপি হয়েও কাজ করতে পারিনি, দেশের বাইরে যাওয়ার জন্য পাসপোর্ট পাইনি, মরা মানুষকে আসামি করা হয় এ দেশে।'

তিনি বলেন, 'মানুষের সাংবিধানিক যে অধিকার, তা নেই। ক্ষমতায় যাওয়ার জন্য রাজনৈতিক দলগুলো আজ বিদেশি শক্তির ওপর নির্ভর করে। দেশের জাতীয় স্বার্থ রক্ষিত হচ্ছে না। পূর্বের দলগুলো জাতীয় স্বার্থের ব্যাপারে তেমন একটা সচেতনও ছিল না। তারা বিভিন্ন দেশকে বিভিন্ন সুযোগ দিয়ে ক্ষমতায় এসেছেন। জাতীয় স্বার্থ দেখেনি।'

তিনি দাবি করেন, তার দল জাতীয় স্বার্থ সবার আগে দেখবে।

ডাকসুর সাবেক এই ভিপি বলেন, 'বর্তমান সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব না, তা প্রমাণিত হয়েছে। তাই আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি যে, এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাব না। আমরা চাই নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার, সেটা হোক জাতীয় সরকার বা জাতিসংঘের তত্ত্বাবধানে কোনো নির্বাচন।' 

তিনি আরও বলেন, 'দেশের নির্বাচন ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। বর্তমান সংকট থেকে উত্তরণের জন্য মানুষকে রাস্তায় নামতে হবে, গণ আন্দোলন গড়ে তুলতে হবে এবং দেশে-বিদেশে জনমত তৈরি করতে হবে। সেক্ষেত্রে আমরা চেষ্টা করব আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই সরকারের ওপর চাপ তৈরি করা এবং তাদেরকে ক্ষমতা থেকে হঠানো। বিশ্বের সবাই জানে বাংলাদেশে অনির্বাচিত কর্তৃত্ববাদী সরকার ক্ষমতায় আছে। তারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নির্বাচনের নামে প্রহসন করে থাকেন। বাংলাদেশে গণতন্ত্র নেই এটা সবাই মনে করে। মুক্তিযুদ্ধের যে চেতনা তা ভুলণ্ঠিত হচ্ছে।'

দলের ফান্ড কোথা থেকে আসবে এমন প্রশ্নের উত্তরে নুর বলেন, 'আমাদের কোনো মনোনয়ন বাণিজ্য হবে না। তাই আশা করছি জনগণের কাছে থেকেই আমাদের ফান্ড আসবে। তাছাড়া দলের সদস্যদের চাঁদা এবং শুভাকাঙ্ক্ষীদের কাছে থেকে আমাদের ফান্ড আসবে।'

তিনি বলেন, 'আমরা গত বছরের ২২ ডিসেম্বর পল্টনে ঘোষণা করেছি যে, আমাদের নতুন রাজনৈতিক দল হবে। আমাদের পরিচিতির জন্য কোনো বেগ পেতে হবে বলে মনে করছি না। আমরা আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার চেষ্টা করছি।' 

'আগামীকাল থেকেই আমাদের বিভিন্ন জেলা ও মহানগর পর্যায়ে কমিটি দেওয়া শুরু হবে। আমাদের বিভিন্ন কমিটি মোটামুটি ঠিক করা আছে। পর্যায়ক্রমে আমরা থানা ও ইউনিয়ন পর্যায়ে কমিটি দেব', যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English

DU JCD leader stabbed to death on campus

Shahriar Alam Shammo, 25, was the literature and publication secretary of the Sir AF Rahman Hall unit of Jatiyatabadi Chhatra Dal

23m ago