টি-টোয়েন্টির অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরলেন সাকিব

বুধবার আইসিসি এক বিবৃতিতে  জানিয়েছে সাম্প্রতিক পারফরম্যান্সে ২০ রেটিং পয়েন্ট যোগ হয়েছে সাকিবের। ২৯৫ রেটিং পয়েন্ট নিয়ে তিনি এখন এক নম্বরে।
Shakib Al Hasan
ছবি: ফিরোজ আহমেদ

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে মোহাম্মদ নবির কাছে শীর্ষস্থান হারিয়েছিলেন সাকিব আল হাসান। বিশ্বকাপে ব্যাটে-বলে নৈপুণ্য দেখিয়ে হারানো জায়গা ফিরে পেয়েছেন তিনি।

বুধবার আইসিসি এক বিবৃতিতে  জানিয়েছে সাম্প্রতিক পারফরম্যান্সে ২০ রেটিং পয়েন্ট যোগ হয়েছে সাকিবের। ২৯৫ রেটিং পয়েন্ট নিয়ে তিনি এখন এক নম্বরে। আফগানিস্তান অধিনায়ক মোহাম্মদ নবি ২৮৫ রেটিং পয়েন্ট থেকে ১০ পয়েন্ট হারিয়েছেন।

২৭৫ রেটিং পয়েন্ট নিয়ে তিনি এখন দুইয়ে। তিনে আছেন নামিবিয়ার জেজে স্মিথ, অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল চারে এবং ওমানের জিসান মাকসুদ আছেন পাঁচে।

প্রথম পর্বের তিন ম্যাচসহ এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ ১১ উইকেট সাকিবের। ব্যাট হাতে তিনি করেছেন ১১৮ রান। এখন পর্যন্ত বাংলাদেশের দুই জয়েই ম্যাচ সেরা তিনি।

ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে এক নম্বর জায়গা ধরে রেখেছেন ইংল্যান্ডের দাবিদ মালান (৮৩১ রেটিং পয়েন্ট)। ভারতের বিপক্ষে জেতা ম্যাচে ফিফটি করা বাবর আজম দুইয়ে থাকলেও তার রেটিং পয়েন্ট ১১ বেড়ে এখন ৮২০। দক্ষিণ আফ্রিকার এইডেন মার্কাম তিনে, পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান চারে ও ভারত অধিনায়ক বিরাট কোহলি আছেন পাঁচে।

বোলারদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের শেখ মেহেদী হাসানের। ৬২১ রেটিং পয়েন্ট নিয়ে সেরা দশে ঠাঁই মিলেছে তার। ১১ ধাপ এগিয়ে তিনি এখন নয়ে। ৬৩২ পয়েন্ট নিয়ে সাকিব আটে, ৬১৪ পয়েন্ট নিয়ে দশে আছেন মোস্তাফিজুর রহমান।

ভারতকে কাঁপিয়ে দিয়ে পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদি জায়গা পেয়েছেন ১১ নম্বরে। তার পরেই আছেন পাকিস্তানের আরেক পেসার হারিস রউফ।

খেলোয়াড়দের উন্নতি হলেও দল হিসেবে র‍্যাঙ্কিংয়ে পিছিয়েছে বাংলাদেশ। বিশ্বকাপে চার ম্যাচে দুটিতে র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা দলের কাছে হারায় ছয় নম্বর থেকে পিছিয়ে আটে অবস্থান মাহমুদউল্লাহরদের। টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে ইংল্যান্ড। তাদের পরেই আছে ভারত। পাকিস্তানের অবস্থান তিন নম্বরে। 

Comments

The Daily Star  | English

Beyond Dollar: Bangladesh to seek over 36b yuan in Chinese loans

Bangladesh is going to seek more than 36 billion yuan, equivalent to $5 billion, as soft loans from China to reduce pressure on its dollar reserves.

4h ago