মুক্তিযুদ্ধ মঞ্চের মামলার আবেদনকে আমরা পাত্তা দিচ্ছি না: রেজা কিবরিয়া

নতুন রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া বলেছেন, শাহবাগ থানায় মুক্তিযুদ্ধ মঞ্চের মামলার আবেদনকে আমরা পাত্তা দিচ্ছি না। এসব মামলা উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হচ্ছে। নতুন দল করেছি তাই সরকার আমাদের বাধা দিতে চাইছে। সাবেক ছাত্রলীগ কর্মীদের দিয়ে মামলা করাচ্ছে।
রেজা কিবরিয়া। ছবি: সংগৃহীত

নতুন রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া বলেছেন, শাহবাগ থানায় মুক্তিযুদ্ধ মঞ্চের মামলার আবেদনকে আমরা পাত্তা দিচ্ছি না। এসব মামলা উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হচ্ছে। নতুন দল করেছি তাই সরকার আমাদের বাধা দিতে চাইছে। সাবেক ছাত্রলীগ কর্মীদের দিয়ে মামলা করাচ্ছে।

আজ বুধবার রাতে দ্য ডেইলি স্টারের সঙ্গে টেলিফোনে আলাপকালে রেজা কিবরিয়া এসব কথা বলেন।

তিনি বলেন, 'কোনো দলে যোগদানের আগে দলের চেতনা ও আদর্শের দিকে তাকাতে হয়। আওয়ামী লীগের আদর্শ পাল্টে গেছে। আমার বাবা যে আওয়ামী লীগ করতেন এটা সেই আওয়ামী লীগ না। এটা এখন জনগণ বিরোধী একটা দল। এখানে থাকার কোনো প্রশ্নই উঠে না। তাদের মতাদর্শ ও আদর্শ পরিবর্তন হয়ে গেছে। তাদের নিম্ন মানের নেতৃত্ব আমাকে আকর্ষণ করে না।'

রেজা কিবরিয়া বলেন, 'নুররা অনেক সম্ভাবনাময়ী একটি দল। তারাই মূলত রাজপথে আছেন অনেক দিন ধরে। বাংলাদেশে যে পরিবর্তনে আসছে তা যুব সমাজের কাছ থেকেই আসছে। যুব সমাজের সঙ্গে কাজ করা সহজ বলে আমার মনে হচ্ছে। তাই এদের সঙ্গে যুক্ত হয়েছি। এখন পর্যন্ত এরাই রাজপথে প্রতিবাদ করছে। যারা রাজপথে আছেন তাদের সঙ্গেই তো থাকা ভালো।'

তিনি বলেন, 'গণতান্ত্রিক অধিকার রক্ষা করা জন্য এই দল। আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে। আমরা জনগণের দাবি তুলে ধরবো। স্বৈরাচারী সরকার থেকে মানুষকে অধিকার আদায় করে নিতে হয়। আমরাও সেই অধিকার আদায় করবো। তবে কীভাবে করবো তা এখনি প্রকাশ করবো না। সরকারকে আমরা জানাতে চাচ্ছি না যে তা কীভাবে বাস্তবায়ন করবো।'

দলের ফান্ড কোথায় থেকে আসবে জানতে চাইলে তিনি বলেন, 'আমাদের দল জনগণের টাকায় চলবে। বাংলাদেশের জনগণ আমাদের সাহায্য করবে।'

গণফোরাম ছাড়লেন এমন প্রশ্ন করলে তিনি বলেন, 'গণফোরাম ছাড়ার বেশ কয়েকটি কারণ আছে। মূল কারণ হলো দলটি নির্বাচনমুখী ছিল না। তাদের নির্বাচনের যে প্রস্তুতি নেওয়া দরকার তা আগেও নেয়নি। এবারেও তাদের মধ্যে অনেক গ্যাপ আছে।'

তিনি বলেন, 'যারা স্বচ্ছ রাজনীতিতে বিশ্বাস করে, যারা একটি সমৃদ্ধ বাংলাদেশ চায়, যারা সামাজিক ন্যায় বিচারে বিশ্বাস করে তাদেরকে দলে নিচ্ছি। আমরা দুর্নীতিগ্রস্ত কোনো নাগরিককে দলে নেব না। যারা দেশকে ভালোবাসে, দেশের জন্য কাজ করতে চায় তাদের সবাইকে ওয়েলকাম।'

রেজা কিবরিয়া বলেন, 'যারা গণতান্ত্রিক অধিকারের জন্য কাজ করতে রাজী আছে, সংগ্রাম করতে রাজী আছে আমরা তাদের সঙ্গে কাজ করবো।'

তিনি আরও বলেন, '১৯৯১ সালে আওয়ামী লীগ যেমন সব দলের সঙ্গে মিলে স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল আমরা সেই পদ্ধতি অনুসরণ করবো। সবাইকে সঙ্গে নিয়ে এই নতুন স্বৈরাচারের বিরুদ্ধে আমরা কাজ করবো।'

'আমার যতটুকু মেধা, যোগ্যতা আছে আমি তা দিতে চাই দেশের জন্য কাজ করতে চাই। দেশের জন্য ভালো কাজ করার একটা সুযোগ পাওয়ার জন্য আমি রাজনীতিতে এসেছি। অনেক দেশে কাজ করে তাদের উপকার করেছি। এখন দেশের জন্য কাজ করতে চাই,' তিনি যোগ করেন।

গণ অধিকার পরিষদের কোনো নির্বাচনী প্রতীক ঠিক হয়েছে কি না জানতে চাইলে তিনি জানান, তাদের এখনো কোনো প্রতীক ঠিক হয়নি।

Comments

The Daily Star  | English
PM declares 12 districts, 123 upazilas free of homeless people

PM opens Hajj programme-2024

Prime Minister Sheikh Hasina today inaugurated the Hajj programme-2024 (Hijri 1445) at Ashkona Hajj Camp in the capital

Now