ষষ্ঠবার টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের চূড়ায় বাবর, প্রথমবার হাসারাঙ্গা

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাবর আজমের ব্যাট থেকে বেরোচ্ছে রানের ফোয়ারা। ধারাবাহিকতার পুরস্কারও পেলেন পাকিস্তানের অধিনায়ক। ইংল্যান্ডের ডাভিড মালানকে টপকে টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের চূড়ায় উঠলেন তিনি। তিনি ষষ্ঠবারের মতো শীর্ষস্থান দখলে নিলেও প্রথমবার এমন কিছুর মধুর অভিজ্ঞতা হলো ভানিন্দু হাসারাঙ্গার। শ্রীলঙ্কার তারকা পৌঁছালেন বোলিং র‍্যাঙ্কিংয়ের চূড়ায়।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্রিকেটারদের নতুন টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি।

বিশ্বকাপে দারুণ ছন্দে আছেন ডানহাতি ব্যাটার বাবর। চার ম্যাচে ৬৬ গড়ে ও ১২৪.৫২ স্ট্রাইক রেটে তিনি করেছেন ১৯৮ রান। তিন ইনিংসেই তিনি পেয়েছেন হাফসেঞ্চুরি। এতে টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছেন তিনি। ২৭ বছর বয়সী তারকার রেটিং পয়েন্ট ৮৩৪। তিনি প্রথমবার শীর্ষে উঠেছিলেন ২০১৮ সালের ২৮ জানুয়ারিতে। প্রায় এক বছর পর দুইয়ে নেমে যাওয়া মালানের রেটিং পয়েন্ট ৭৯৮। তিনি গত বছরের ২৯ নভেম্বর থেকে শীর্ষে ছিলেন।

লম্বা লাফ দিয়েছেন ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটার জস বাটলার। শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ ম্যাচে রেকর্ড গড়া সেঞ্চুরি হাঁকানোর সুফল পেয়েছেন তিনি। আট ধাপ এগিয়ে তিনি অবস্থান করছে ক্যারিয়ারসেরা নবম স্থানে। ওপেনিংয়ে তার সঙ্গী জেসন রয় পাঁচ ধাপ এগিয়ে উঠেছেন ১৪ নম্বরে।

লেগ স্পিনিং অলরাউন্ডার হাসারাঙ্গা আছেন বিশ্বকাপের উইকেটশিকারিদের তালিকায় সবার ওপরে। সাত ম্যাচে মাত্র ৯.৭৮ গড়ে ও ৫.২৬ ইকোনমিতে তিনি দখল করেছেন ১৪ উইকেট। এমন পারফরম্যান্সের সুবাদে টি-টোয়েন্টি বোলিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন তিনি। তার রেটিং পয়েন্ট ক্যারিয়ারসেরা ৭৭৬। দুইয়ে নেমে যাওয়া দক্ষিণ আফ্রিকার তাবরাইজ শামসির রেটিং পয়েন্ট ৭৭০। তিনি চলতি বছরের ১০ এপ্রিল থেকে শীর্ষে ছিলেন।

তালিকার প্রথম চারটি স্থানই রয়েছে রিস্ট স্পিনারদের দখলে। ইংল্যান্ডের আদিল রশিদ ক্যারিয়ারসেরা ৭৩০ রেটিং পয়েন্ট নিয়ে উঠেছেন তিনে। চারে নেমে যাওয়া আফগানিস্তানের রশিদ খানের রেটিং পয়েন্ট ৭২৩। পেসারদের মধ্যে দক্ষিণ আফ্রিকার আইনরিখ নরকিয়া ১৮ ধাপ এগিয়ে অবস্থান করছেন সাত নম্বরে।

Comments

The Daily Star  | English
Khaleda Zia calls for unity

‘Seize the moment to anchor democracy’

Urging people to remain united, BNP Chairperson Khaleda Zia has said the country must quickly seize the opportunity to institutionalise the democratic system.

2h ago