বেনজেমার জোড়া গোল, চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের নতুন কীর্তি

দারুণ ছন্দে থাকা করিম বেনজেমা দুই অর্ধে পেলেন দুই গোল। এই ফরাসি স্ট্রাইকারের প্রথম লক্ষ্যভেদটি ঠাঁই নিল ইতিহাসের পাতায়। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে প্রথম দল হিসেবে হাজার গোল করার কীর্তি গড়ল স্পেনের রিয়াল মাদ্রিদ। স্মরণীয় রাতে শাখতার দোনেৎস্ককে হারিয়ে তারা উজ্জ্বল করল আসরের শেষ ষোলোতে খেলার সম্ভাবনা।
বুধবার রাতে ঘরের মাঠে 'ডি' গ্রুপের ম্যাচে ২-১ গোলে জিতেছে রিয়াল। প্রথম দেখায় শাখতারের মাঠ থেকে ৫-০ গোলের জয় নিয়ে ফিরেছিল কার্লো আনচেলত্তির শিষ্যরা।
সান্তিয়াগো বার্নাব্যুতে আসরের সফলতম ক্লাব রিয়ালের পক্ষে ম্যাচের ১৪তম মিনিটে জাল কাঁপান বেনজেমা। লিড নিয়ে অবশ্য তারা বিরতিতে যেতে পারেনি। ৩৯তম মিনিটে সফরকারী শাখতারকে সমতায় ফেরান ফার্নান্দো। এরপর দ্বিতীয়ার্ধে লস ব্লাঙ্কোসদের জয়সূচক গোলটি আসে বেনজেমার পা থেকে। ম্যাচের ৬১তম মিনিটে নিশানা ভেদ করেন তিনি। বেনজেমার দুটি গোলেরই যোগানদাতা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।
বল দখলে স্বাগতিকরা কিছুটা এগিয়েও থাকলেও আক্রমণে আলাদা করা যায়নি দুই দলকে। রিয়ালের ১৩ শটের ছয়টি ছিল লক্ষ্যে। বিপরীতে, শাখতারের নেওয়া ১৩ শটের মধ্যে লক্ষ্যে ছিল পাঁচটি।
চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের মোট গোল এখন ১০০১টি। তাদের ধারকাছে নেই আর কোনো ক্লাব। দুইয়ে থাকা জার্মান পরাশক্তি বায়ার্ন মিউনিখ করেছে সাড়ে সাতশর কিছু বেশি গোল। তিনে থাকা রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা এখনও ছুঁতে পারেনি সাতশ গোল।
ইউরোপের সর্বোচ্চ ক্লাব আসরে রিয়ালের ৫০০তম গোলটি গুতি, ৬০০তম গোলটি ডেভিড বেকহ্যাম ও ৭০০তম গোলটি করেছিলেন গঞ্জালো হিগুয়াইন। তাদের ৮০০ ও ৯০০তম গোল দুটির মালিক পর্তুগালের মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদো।
চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে 'ডি' গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে রিয়াল। তলানিতে থাকা শাখতারের পয়েন্ট মাত্র ১। গ্রুপের আরেক ম্যাচে এফসি শেরিফের মাঠ থেকে ৩-১ গোলের জয় নিয়ে ফিরেছে ইন্টার মিলান। ৭ পয়েন্ট নিয়ে ইন্টার আছে দুইয়ে। তিনে থাকা শেরিফের পয়েন্ট ৬।
Comments