ভারত-আফগানিস্তান ম্যাচটিকে পাতানো বলা বন্ধ করুন: শোয়েব

Shoaib Akhtar

প্রথম দুই ম্যাচ হেরে সেমি-ফাইনালের আশা প্রায় নিভু নিভু হয়ে যাওয়া ভারতকে আফগানিস্তানের বিপক্ষে পাওয়া যায় ভিন্ন মেজাজে। ব্যাটিং বান্ধব উইকেটে তাদের শক্তিশালী ব্যাটিং লাইনআপ চড়ে বড় রানের পাহাড়ে। যার জবাব দিতে পারেনি আফগানিস্তান। এই ম্যাচকেই এক শ্রেণীর মানুষ 'পাতানো' বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে  ট্রল করায় প্রতিক্রিয়া দেখালেন সাবেক পাকিস্তানি গতিতারকা শোয়েব আখতার। এসব অযৌক্তিক কথা বন্ধের আহবান করেছেন তিনি।

বুধবার রাতে আবুধাবিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে প্রথম জয়ের স্বাদ পায় ভারত। আগে ব্যাট করে রোহিত শর্মা, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রিশভ পান্তদের ঝড়ে ২১০ রানের চূড়ায় বসে বিরাট কোহলির দল। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই নিয়ে সর্বোচ্চ ১৯ বার দুইশো ছাড়ানো স্কোর করে ভারত।  জবাবে ১৪৪ রান করতে পারে আফগানিস্তান। ভারতের জয় ৬৬ রানের।

এর আগে কোন সংস্করণেই ভারতকে হারাতে না পারা আফগানিস্তানের এমন বড় ব্যবধানে হারেও অনেকে পেয়ে যান সন্দেহের ঘ্রাণ।  এসব দেখে আর স্থির থাকতে পারেননি শোয়েব। টুইটারে ম্যাচ পর্যালোচনার এক ভিডিও আপলোড করে তিনি বলেছেন, 'অনুগ্রহ করে এই ক্রিকেট ম্যাচটিকে পূর্বপরিকল্পিত কিংবা পাতানো বলা বন্ধ করুন। এই ধরনের ব্যাপার তীব্র বিরক্তিই তৈরি করবে। আমি আফগানিস্তান ও ভারত উভয়ের পাশে আছি। দেখা যাক, তাদের কেউ কোনো বিস্ময়কর কাণ্ড ঘটিয়ে সেমিফাইনালে যেতে পারে কিনা।'

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারত-আফগানিস্তান ম্যাচ নিয়ে চলতে থাকে নানান থিউরি। আফগানিস্তান অফ স্পিনার মুজিব উর রহমানকে কেন একাদশে রাখল না, এই নিয়ে অনেকে প্রশ্ন তুলেন। যদিও চোটে থাকায় দুই ম্যাচ থেকেই খেলতে পারছেন না মুজিব। ভারতে একাদশে অনেক ডানহাতি থাকায় স্পিনারদের জন্য কঠিন উইকেটে মুজিব থাকলেও কতটা কার্যকর হতে পারতেন এই প্রশ্নও থাকছে।

শোয়েব দুই দলের মধ্যে আসলেই তফাৎ কতটা সেটা দেখতে বলছেন সেইসব সমর্থকদের,  'আনফিট মুজিবকে না খেলানো নিয়ে অনেকে প্রশ্ন তুলেছে, নবি কেন আরও বোলিং করেনি এরকম নানান প্রশ্ন তুলে অনেকে এটাকে পাতানো বলছে। দয়া করে এসব বলবেন না। বোঝার চেষ্টা করুন আফগানিস্তান অনেক চেষ্টা করে এতদূর এসেছে, কিন্তু তারা এখনো এতটা শক্তিশালী না। টি-টোয়েন্টিতে বিশ্বের সেরা একটি দল ভারত।' 

টস জিতে আফগানদের আগে ফিল্ডিং নেওয়া নিয়েও কথা বলেন অনেকে। তবে ম্যাচ শেষে রশিদ খান ও মোহাম্মদ নবি এর কারণ ব্যাখ্যা করেছেন। তারা জানান, শিশিরের কারণেই তারা ব্যাটিং বান্ধব উইকেটে পরে বল করার সাহস করেননি। শিশিরের চিন্তা থেকেই এবার বিশ্বকাপে বেশিরভাগ দলই রাতে ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং নিচ্ছে।

শোয়েব মনে করেন আফগানিস্তানের বিপক্ষে সেরা ক্রিকেটই খেলেছে ভারত, তার মতে এই মনোভাব আরেকটু আগে দেখালে টুর্নামেন্টে টিকে থাকা সহজ হতো কোহলিদের,  'ভারত দুর্দান্ত ক্রিকেট খেলেছে। নেতিবাচক মন্তব্যে আহত হওয়া উচিত না ভারতের। আমরা (পাকিস্তান) তো ভারতের সঙ্গে ফাইনাল খেলতে চাই। আরও দুই ম্যাচ আছে, তারা বড় রান করে বড় ব্যবধানে জিতে দেখাতে পারে। ভারতের এই মনোভাব শুরু থেকে দেখানো দরকার ছিল। পাকিস্তান শুরুতেই চাপে ফেলেছে, সেই চাপেই ভারত পরে বেরুতে পারেনি।'

'আজ যেভাবে খেলেছে সেটার বড় কারণ হারানোর কিছু ছিল না। চাপহীন ভাবে তেড়েফুঁড়ে খেলেছে।'

নিজেদের কাজ করেও সেমির দুয়ার খুলবে না ভারতের। নিউজিল্যান্ড যদি নিজেদের ম্যাচগুলোতে জিতে যায় আর সুযোগ থাকবে কোহলিদের। তবে শোয়েবের চাওয়া ছিল এই বিশ্বকাপে আরেকটি ভারত-পাকিস্তান লড়াই, 'নিউজিল্যান্ড বাকি দুই ম্যাচ জিতে গেলে ভারতের সুযোগ থাকবে না। আমরা অবশ্য চাই আপনারা (ভারত) উঠুন, তাহলে আরেকবার আপনাদের বিপক্ষে ভালো খেলার সুযোগ পাব আমরা।'

শোয়েবের কথার সঙ্গে একই সুরে পাওয়া যায় ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনুসকেও। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলা এসব কথা প্রসঙ্গে এ স্পোর্টসকে দেওয়া সাক্ষাতকারে ওয়াসিম বলেছেন, 'বুঝতে পারি না এসব ষড়যন্ত্র থিউরি কেন আমরা তৈরি করি? ভারত টি-টোয়েন্টিতে খুব ভাল দল। শুরুতে তাদের কেবল দুটো বাজে দিন গেছে।' ওয়াকার মনে করেন ভারত-আফগানিস্তান ম্যাচ নিয়ে প্রশ্ন তোলা একদম অযৌক্তিক। 

Comments

The Daily Star  | English

Police struggle as key top posts lie vacant

Police are grappling with operational challenges as more than 400 key posts have remained vacant over the past 10 months, impairing the force’s ability to combat crime. 

11h ago