গণস্বাস্থ্য নগর হাসপাতালের অর্থোপেডিক ও ট্রমা সেন্টার চালু

রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে অর্থোপেডিক ও ট্রমা সেন্টার চালু হয়েছে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন চালু হওয়া অর্থোপেডিক ও ট্রমা সেন্টারটি আন্তর্জাতিক মানসম্পন্ন। অর্থোপেডিক সার্জন অধ্যাপক মো. আব্দুস সাত্তার চৌধুরীর তত্ত্বাবধানে মানুষ সুলভে এখানে চিকিৎসা সেবা নিতে পারবেন।

এখানে রোগীরা ৫০ হাজার থেকে ১ লাখ টাকা খরচে হিপ এবং নি রিপ্লেসমেন্ট করাতে পারবেন। এ ছাড়াও ভাঙা হাড়ে স্ক্রু প্লেট/ইন্টারলকিং নেইল লাগানোর মতো সুবিধাগুলোও এখানে পাওয়া যাবে।

Comments

The Daily Star  | English
Yunus-Rubio

Yunus, Rubio pledge to deepen economic ties

Bangladesh and the United States yesterday pledged to deepen economic ties and reaffirmed commitment to a stable and peaceful Indo-Pacific region. 

2h ago