যুব বিশ্বকাপ জিতে পাওয়া আত্মবিশ্বাসই হৃদয়দের বড় পুঁজি

এত দ্রুত হয়ত জাতীয় দলের দুয়ারে কড়া নাড়ার কথা ছিল না তৌহিদ হৃদয়দের। সর্বশেষ যুব বিশ্বকাপ জয়ী ক্রিকেটার হলেও সর্বোচ্চ পর্যায়ে পা রাখতে আরও কিছু ধাপ পেরুনোর বাকি ছিল তাদের।
Towhid Hridoy
তৌহিদ হৃদয়। ছবি: ফিরোজ আহমেদ

এত দ্রুত হয়ত জাতীয় দলের দুয়ারে কড়া নাড়ার কথা ছিল না তৌহিদ হৃদয়দের। সর্বশেষ যুব বিশ্বকাপ জয়ী ক্রিকেটার হলেও সর্বোচ্চ পর্যায়ে পা রাখতে আরও কিছু ধাপ পেরুনোর বাকি ছিল তাদের। কিন্তু টি-টোয়েন্টিতে জাতীয় দলের বেহাল দশায় বিবেচনায় চলে এসেছেন তারা। ডানহাতি ব্যাটার হৃদয় এটাকে দেখছেন বড় সুযোগ হিসেবে। যা কাজে লাগাতে তাদের মনের জোর দিচ্ছে বড় মঞ্চে পাওয়া সাফল্য।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতায় অদল-বদলের চিন্তায় সাত ক্রিকেটারকে প্রাথমিক অনুশীলনের জন্য ডাকে বিসিবি। তিনদিন ধরে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে চলছে তাদের অনুশীলন।

সেই সাতজনের একজন হৃদয়। এদের মধ্যে আছেন যুব বিশ্বকাপ জয়ী দলের আরেক তরুণ পারভেজ হোসেন ইমনও। টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডেই ছিলেন তাদের দুই সতীর্থ শামীম হোসেন পাটোয়ারি ও শরিফুল ইসলাম।

মঙ্গলবার অনুশীলন সেরে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় হৃদয়ের কণ্ঠে সেই আত্মবিশ্বাসের স্ফুরণ, 'আমরা যতদিন ক্রিকেট খেলবো, ততদিন এটা আমাদের আত্মবিশ্বাস দিবে। একটা বিশ্বকাপ জয় হয়েছে। আমরা প্রতিটা খেলোয়াড় ব্যক্তিগতভাবে অনুভব করি যে কীভাবে বিশ্বকাপ জিততে হয়, সেই সঙ্গে আমাদের আত্মবিশ্বাস আছে যে বড়দের বিশ্বকাপ যেটা আছে সেটাও জিততে সক্ষম হব।'

এখনো অনেকটা পথ বাকি। পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজের প্রাথমিক দলও এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে সেই দলে ভালোভাবেই বিবেচনায় হৃদয়রা। হৃদয়ের ভাবনা হচ্ছে খেলার সুযোগ পেলে লুফে নেবেন, না পেলে নিজেকে রাখবেন তৈরি, 'এটা আমার জন্য বড় একটা সুযোগ। ভাল খারাপ হতেই পারে, আমরা আরও ভালোভাবে ঘুরে দাঁড়াবো। আমি অনুভব করছি যে সুযোগটা পেয়েছি সেটা কাজে লাগাবো। হতে পারে অনুশীলন, হতে পারে সবকিছুই। সিনিয়র ভাইরা আছেন তাদের থেকে অনেক কিছু শেখার আছে, শিখবো।'

Comments

The Daily Star  | English
Lightning strikes claim 7 lives

Lightning strikes claim 7 lives in 4 districts

At least seven people died and nine others were injured in lightning strikes in Rangamati, Sylhet, Khagrachhari, and Cox’s Bazar districts today

1h ago