ভয়ের বিরুদ্ধে

সাহসে বুক বেঁধে তুমিও দাঁড়াবে ভয়ের বিরুদ্ধে

অথচ বদ্ধ খাঁচার পাশে বাঘের গর্জন শুনে

তুমি খুব ভীত, সাহসহীন

 

তোমার সাহস গুটিয়ে আসে শামুকের খোলে

ভগ্ন নদীটির মতো মিইয়ে যায় দুরন্ত মন

কী ভয় আর সাহসহীন তোমাকে দেখি বালক

বুক কাঁপা ভীতু, আর্তনাদ।

 

তোমার চোখে দুরন্ত ঘোড়ার টগবগ দেখি না উত্তাল

হাতের উত্থিত বজ্রমুষ্ঠি দুমড়ে মুচড়ে ভাঙে স্বপ্ন

ক্রমশঃ কেঁপে কেঁপে অস্থির হাঁটে দু-পা

চোখে মুখে গাঢ় অন্ধ কালো কালিমা মাখা

তোমার শরীর, রক্ত-মাংসে মৃত্যুর শীতল বিভাজন।

 

বদ্ধ খাঁচার ভিতর বাঘের গর্জন

পাশে দাঁড়িয়ে বালক, ভয়ে বিবর্ণ বিরূপ

ণু'য়ে যাচ্ছে ভয়ের দিকে কেবলি।

 

সাহসে বুক বেঁধে তুমিও দাঁড়াবে না মিছিলে,

আরও এক ভয়ের বিরুদ্ধে?

Comments