টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছে অস্ট্রেলিয়া

অবশেষে ফাইনাল দিয়ে শেষ হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দামামা। প্রথম রাউন্ড, সুপার টুয়েলভ ও সেমি-ফাইনালের বাধা পার করে যেখানে লড়াই করছে ওশেনিয়া অঞ্চলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। শেষ হাসি হাসবেন কারা? তবে ম্যাচের শুরুতে অবশ্য হেসেছে অস্ট্রেলিয়া। টস জিতে নিয়েছে তারা।

রোববার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন তিনি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

টস জয়ের মাধ্যমে কিছুটা হলেও এগিয়ে গেল অস্ট্রেলিয়া। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রায় সব ম্যাচেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে টস। শিশিরের কারণে পরে ব্যাট করা দল পেয়েছে বাড়তি সুবিধা। ব্যাটিং করাটা কিছুটা সহজ হয়ে যায়। অন্যদিকে বোলিং করা হয়ে পড়ে দুরূহ।

তার উপর অন্য দুটি মাঠের তুলনায় আর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের মাঠে তো টস আরও বেশি ম্যাচের ফল নির্ণায়ক হয়ে ওঠে। এখন পর্যন্ত এই মাঠে হওয়া ১২ ম্যাচের ১১টিতেই জিতেছে পরে ব্যাট করা দলগুলো।

শিরোপা উঁচিয়ে ধরার লড়াইয়ে এদিন বাধ্য হয়েই একটি পরিবর্তন আনতে হয়েছে নিউজিল্যান্ডকে। হাত ভেঙে ফেলায় বিশ্বকাপ শেষ হয়ে যাওয়া উইকেটরক্ষক ব্যাটার ডেভন কনওয়ের বদল অনুমিতই ছিল। তার জায়গায় একাদশে ঢুকেছেন আরেক উইকেটরক্ষক ব্যাটার টিম সেইফার্ট।

সেমি-ফাইনালে দুই দলই রোমাঞ্চকর ম্যাচ খেলে উঠেছে ফাইনালে। টুর্নামেন্টে উড়তে থাকা পাকিস্তান ও ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে উঠেছে যথাক্রমে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ফলাফলেও রয়েছে দারুণ মিল। প্রায় কঠিন হয়ে যাওয়া ম্যাচ দুই দল জিতেছে ৫ উইকেটে। এমনকি দুই দলই জিতেছে ৬ বল হাতে রেখে।

অস্ট্রেলিয়া: ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), মিচেল মার্শ, স্টিভ স্মিথ, গেল ম্যাক্সওয়েল, মার্কাস স্টোয়নিস, ম্যাথু ওয়েড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড।

নিউজিল্যান্ড: মার্টিল গাপটিল, ড্যারিল মিচেল, কেন উইলিয়ামসন, টিম সেইফার্ট, গ্লেন ফিলিপ্স, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে, টিম সাউদি, ইশ সোধি ও ট্রেন্ট বোল্ট।

Comments

The Daily Star  | English

Shutdown is another economic peril

Vowing to continue an indefinite work stoppage and stage a protest march on tax offices, the NBR Reform Unity Council has intensified its demands

7h ago