ফ্রিদা কাহলোর আত্মপ্রতিকৃতি রেকর্ড ৩৪.৯ মিলিয়ন ডলারে বিক্রি

মেক্সিকান শিল্পী ফ্রিদা কাহলোর একটি শিল্পকর্ম নিউইয়র্কের সোথেবির নিলামে রেকর্ড ৩৪ দশমিক ৯ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে।
‘দিয়েগো ওয়াই ইয়ো’ নামের শিল্পকর্মটি ফ্রিদা কাহলোর বিখ্যাত আত্মপ্রতিকৃতিগুলোর মধ্যে অন্যতম। ছবি: সংগৃহীত

মেক্সিকান শিল্পী ফ্রিদা কাহলোর একটি শিল্পকর্ম নিউইয়র্কের সোথেবির নিলামে রেকর্ড ৩৪ দশমিক ৯ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে।

বিবিসি জানায়, এটি লাতিন আমেরিকার সর্বাচ্চ দামে বিক্রিত শিল্পকর্ম।

এর আগে, ২০১৮ সালে দিয়েগো রিভেরার একটি শিল্পকর্ম ৯ দশমিক ৭৬ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল। দিয়েগো রিভেরার সঙ্গে কয়েক দশকের সম্পর্ক ছিল ফ্রিদা কাহলোর।

'দিয়েগো ওয়াই ইয়ো' নামের শিল্পকর্মটি ফ্রিদা কাহলোর বিখ্যাত আত্মপ্রতিকৃতিগুলোর মধ্যে অন্যতম।

শিল্পকর্মটিতে দেখা যাচ্ছে, অশ্রুসিক্ত কাহলোর কপালে দিয়েগো রিভেরার মুখ এবং রিভেরার কপালে একটি চোখ আঁকা।

মঙ্গলবার সোথেবির নিলামে শিল্পকর্মটিকে কাহালোর আঁকা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর একটি হিসেবে বর্ণনা করা হয়েছে।

নিউইয়র্ক টাইমস জানায়, আর্জেন্টিনার এক জাদুঘরের প্রতিষ্ঠাতা এডুয়ার্ডো এফ. কোসান্টিনি শিল্পকর্মটি কিনে নিয়েছেন।

১৯৯০ সালে এটি ১ দশমিক ৪ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল।

Comments

The Daily Star  | English

Heatwave alert extended for 72 hours

The Met office has extended the heat alert that the ongoing heatwave is likely to persist for 72 more hours starting this morning

53m ago