কাল থেকে চট্টগ্রামে বস্তিতে টিকাদান

ছবি: সংগৃহীত

বন্দর নগরী চট্টগ্রামে আগামীকাল রোববার থেকে বস্তিতে কোভিড-১৯ টিকাদান কার্যক্রম শুরু হবে।

চট্টগ্রামের ডেপুটি সিভিল সার্জন ডা. আসিফ খান বলেন, আগামীকাল  ঝাউতলা বস্তিতে টিকাদানের মাধ্যমে এটি শুরু হবে।

তিনি জানান, বস্তি এলাকায় বসবাসকারী এবং বিভিন্ন কারণে ভ্যাকসিন গ্রহণের জন্য নিবন্ধনের জন্য যেতে পারেননি, তাদের এই কার্যক্রমে করোনা টিকা দেওয়া হবে। চার ধাপে ক্যাম্পেইন চলবে- ২১, ২৩, ২৪ ও ২৫ নভেম্বর।

তাদের অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হবে বলে জানান তিনি।

একেক ধাপে ৫০০ জনকে টিকা দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে বলেও যোগ করেন তিনি।

Comments