আমির খানের তৃতীয় বিয়ের গুজব
সম্প্রতি আমির খান বলিউডের এক অভিনেত্রীর সঙ্গে তৃতীয় বিয়ের ঘোষণা দেওয়ার পরিকল্পনা করছেন বলে একাধিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। তবে, সেটি গুজব ছিল বলে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে।
চলতি সপ্তাহে ভারতের একাধিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছিল, আমির খান তার নতুন সিনেমা লাল সিং চাড্ডা মুক্তির পর তার বিয়ের ঘোষণা দিতে চান।
তবে, একটি সূত্র ইন্ডিয়া টুডেকে নিশ্চিত করেছে যে আমিরের তৃতীয় বিয়ের পরিকল্পনা নিয়ে যে খবর প্রচার হয়েছে তা গুজব।
চলতি বছরের ৩ জুলাই আমির খান ও কিরণ রাও যৌথভাবে বিবাহবিচ্ছেদ নিয়ে একটি বিবৃতি প্রকাশ করেন। তখন থেকেই গুঞ্জন ছিল ফাতিমা সানা শেখের কথিত সম্পর্কের কারণে তাদের বিচ্ছেদ হয়েছে। সম্প্রতি আমিরের তৃতীয় বিয়ের ঘোষণা দেওয়ার পরিকল্পনা নিয়ে গুজব ছড়িয়ে পড়ে। তবে, এই বলিউড সুপারস্টারের ঘনিষ্ঠ একটি সূত্র সেই গুজব উড়িয়ে দিয়েছে।
ফাতিমা সানা শেখের সঙ্গে কথিত সম্পর্ক নিয়ে আমির খান এক সাক্ষাত্কারে বলেছিলেন, একদল অপরিচিত মানুষ যাদের সঙ্গে আমার পরিচয় নেই, কখনো দেখা হয়নি। তারা আমাকে বিভিন্ন সংবাদ প্রচার করছে। তারা নিজেও জানে না এসবের কোনো সত্যতা আছে কিনা। কিন্তু, এতে আমার ব্যক্তিত্বের ওপর প্রভাব পড়ছে। আমি এসব নিয়ে বিরক্ত। কারণ মানুষ আমাকে ভুল বুঝছে।
Comments