১ যুগ পর প্রেক্ষাগৃহে আসছে স্বাগতার ছবি
নায়িকা হিসেবে স্বাগতার প্রথম নায়ক ছিলেন প্রয়াত মান্না। সবশেষ ১২ বছর আগে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল 'অশান্ত মন' সিনেমাটি। নিয়মিত অভিনয় করছেন নাটকে। সেইসঙ্গে করছেন উপস্থাপনাও। এক যুগ পর এবারও নতুন সিনেমা মুক্তি পেতে যাচ্ছে স্বাগতার।
দীর্ঘ দিন পর নতুন সিনেমা মুক্তি, টিভি নাটকে অভিনয় ও উপস্থাপনা নিয়ে তিনি কথা বলেছেন দ্য ডেইলি স্টারের সঙ্গে।
এক যুগ পর প্রেক্ষাগৃহে আপনার সিনেমা মুক্তি পাচ্ছে, কেমন লাগছে?
অবশ্যই ভালো লাগা কাজ করছে। খুবই আনন্দিত আমি। সব অভিনয় শিল্পীরই ইচ্ছে থাকে বড় পর্দায় নিজেকে দেখার। অনেক উত্তেজিত আমি। লম্বা বিরতির পর আমাকে দেখতে পাব সিনেমা হলে। ১৬ ডিসেম্বর স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে 'লাল মুরগের ঝুঁটি' মুক্তি পাচ্ছে।
মান্নার বিপরীতে নায়িকা হিসেবে অভিষেক ঘটেছিল আপনার? তারপরও সিনেমায় সেভাবে ব্যস্ততা বাড়েনি কেন?
মাঝে কিন্তু সিনেমা করেছি। নাটকই বেশি করেছি। মাঝে ৩টি সিনেমা মুক্তি পেয়েছে। অবশ্য প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। টিভি চ্যানেলে মুক্তি পেয়েছে। সেগুলোর মধ্যে আছে, 'ডুব সাঁতার', 'ফিরে এসো বেহুলা' ও 'সূচনা রেখার দিকে'। তবে, পরিচালক মারা যাওয়ায় পরের সিনেমাটি মুক্তি পায়নি।
সবশেষ করেছি গিয়াস উদ্দিন সেলিমের 'পাপ পূণ্য'। এই সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করেছি। মুক্তির অপেক্ষায় আছে। ১২ বছর আগে মুক্তি পেয়েছিল 'অশান্ত মন'। আমি অভিনয়টাই করতে চেয়েছি। হোক সিনেমা কিংবা নাটকে।
নুরুল আলম আতিকের কাজ নিয়ে যদি কিছু বলেন?
নুরুল আলম আতিক আমাদের দেশের বড় মাপের একজন পরিচালক। ভীষণ মেধাবী পরিচালক। তার পরিচালনায় অনেক নাটক করেছি। 'লাল মুরগের ঝুঁটি' সিনেমা করতে গিয়ে নতুন করে অনুভব করেছি- তিনি আসলেই অনেক বড় একজন পরিচালক। অনেক যত্ন নিয়ে কাজটি করেছেন। এটি তো অবশ্য মুক্তিযুদ্বের সিনেমা। এই সিনেমায় সবাই ভালো অভিনয় করেছেন। পরিচালক ভালো কাজটি করেছেন। এজন্য 'লাল মুরগের ঝুঁটি' নিয়ে প্রত্যাশা অনেক।
অভিনয় ও উপস্থাপনা সমানতালে করছেন, কোনটাকে বেশি প্রাধান্য দেন।
উপস্থাপনা করি শখ থেকে। এখন অবশ্য ভালোবাসা হয়ে গেছে। একুশে টেলিভিশনে করছি- 'অনুরোধের ছায়াছন্দ' নামের একটি অনুষ্ঠান। বেতারে অনেকদিন ধরে একটি অনুষ্ঠান উপস্থাপনা করছি। অনুষ্ঠানটির নাম 'তারার সাথে কিছুক্ষণ'। দুটিই ভালো লাগে।
Comments