ঢামেক হাসপাতালের রন্ধনশালার পেছনে পড়েছিল যুবকের মরদেহ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রন্ধনশালার পেছন থেকে মনির হোসেন রাসেল (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রন্ধনশালার পেছন থেকে মনির হোসেন রাসেল (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে রাসেলের মা রাশেদা বেগম মরদেহ শনাক্ত করেন। রাসেল ফেনীর ফুলগাজী উপজেলার দক্ষিণ ধর্মপুর গ্রামের মৃত এসএম আমিন হোসেনের ছেলে।

রাশেদা বেগম দ্য ডেইলি স্টারকে জানান, তারা গাজীপুরে বসবাস করেন। ২ কন্যার জনক রাসেল একটি মার্কেটে শাড়ির দোকানে কাজ করতেন। ২ বছর আগে এলাকায় বিষাক্ত মদ পান করে অসুস্থ হয়ে পড়েন রাসেল। তখন থেকেই তার মেরুদণ্ডে জটিল সমস্যা দেখা দেয়। অসুস্থ হয়ে পড়ার পরে স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ হয়ে যায়। অসুস্থতার কারণে রাসেল মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।

হাসপাতাল সূত্র জানায়, গত ৩ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১১৩ নম্বর ওয়ার্ডে রাসেলকে ভর্তি করা হয়েছিল। ২২ অক্টোবর তাকে নতুন ভবনের ৫০২ নম্বর ওয়ার্ডে স্থানান্তার করা হয়।

রাশেদা বেগম বলেন, রাসেলের পাশেই থাকতাম আমি। আজ সকাল সাড়ে ৬টার দিকে ঘুম ভেঙে গেলে দেখি রাসেল বিছানায় নেই। পরে হাসপাতালের বিভিন্ন জায়গায় খোঁজ করি। লোকমুখে জানতে পারি, নতুন ভবনের পাশে একজনের মরদেহ পড়ে আছে।

Comments