সেরা করদাতার সম্মান পেলেন লতিফুর রহমান, শাহনাজ রহমান
ট্রান্সকম গ্রুপের সাবেক চেয়ারম্যান প্রয়াত লতিফুর রহমান এবং তার স্ত্রী ট্রান্সকম গ্রুপের বর্তমান চেয়ারম্যান শাহনাজ রহমান ২০২০-২১ অর্থবছরে সেরা করদাতার সম্মাননা পেয়েছেন। টানা দ্বিতীয় বছরের মতো তারা এই সম্মাননা পেলেন। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রতিবছর সেরা করদাতাদের সম্মাননা দেয়।
গত বছরের ১ জুলাই প্রয়াত হওয়া লতিফুর রহমান জ্যেষ্ঠ নাগরিক শ্রেণিতে সম্মাননা পেয়েছেন। ২০১৫-১৬ অর্থবছরেও তিনি এই সম্মাননা পেয়েছিলেন। শাহনাজ রহমান নারী করদাতা শ্রেণিতে এই সম্মাননা পেয়েছেন।
২০১৭ সালে এনবিআর লতিফুর রহমানের পরিবারকে কর বাহাদুর খেতাব দেয়। দীর্ঘদিন ধরে কর দিচ্ছে এমন আরও ৮৩টি পরিবার সে বছর এই খেতাব পায়।
আজ বুধবার বেইলি রোডের অফিসার্স ক্লাব মিলনায়তনে সেরা করদাতাদের সম্মাননা ও কর কার্ড দেওয়া হয়। লতিফুর রহমান ও শাহনাজ রহমানের পক্ষে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমতুল মুনীমের হাত থেকে সম্মাননা ক্রেস্ট, কর কার্ড ও সনদ নেন ট্রান্সকম লিমিটেডের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) কামরুল হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
এদিকে সাংবাদিক ক্যাটাগরিতে দ্য ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহ্ফুজ আনাম এবং দৈনিক প্রথম আলো সম্পাদক মতিউর রহমান এবারও সেরা করদাতা হয়েছেন। এ নিয়ে তারা টানা ষষ্ঠবারের মতো সেরা করদাতার সম্মাননা পেলেন।
প্রিন্ট ও ইলেক্ট্রনিক গণমাধ্যম ক্যাটাগরিতে ট্রান্সকম গ্রুপের সিস্টার কনসার্ন মিডিয়াস্টার ও ট্রান্সক্রাফট লিমিটেড সেরা করদাতার সম্মাননা পেয়েছে।
সাংবাদিকদের মধ্যে চট্টগ্রামভিত্তিক দৈনিক আজাদির সম্পাদক এম এ মালেক, চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা, ওই প্রতিষ্ঠানেরই একজন পরিচালক আব্দুল মুকিদ মজুমদার শীর্ষ করদাতার সম্মাননা পেয়েছেন।
এ ছাড়া প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে শীর্ষ করদাতাদের মধ্যে আছে সময় মিডিয়া ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ।
Comments