নান্দনিক ব্যাটিংয়ে প্রতিপক্ষের বাহবাও পেলেন লিটন

লিটন যখন রান পান তখন তা মুগ্ধতার পরশ বুলিয়ে যায়। ব্যাটিংয়ে নান্দনিকতার কারণে সবার কাছেই আলাদা কদর পান ডানহাতি এই ব্যাটসম্যান। শুক্রবার ছিল তেমনই এক দিন। ৪৯ রানে ৪ উইকেট পড়ে দল যখন কাঁপছিল তখন ক্রিজে এসে কাজটা একদম সহজ করে দেন লিটন।
Hasan Ali & Liton Das
লিটন দাসকে অভিনন্দন জানাচ্ছেন হাসান আলি। ছবি: ফিরোজ আহমেদ

দিনের খেলা শেষ হতে বেরিয়ে যাওয়ার সময় হাসান আলি এসে আলিঙ্গন করলেন লিটন দাসকে। বাহবা জানিয়ে করলেন অভিনন্দিত।  এর আগে আজহার আলি, শাহীন শাহ আফ্রিদিরাও এগিয়ে এসে লিটনকে জানালেন অভিবাদন।

লিটন যখন রান পান তখন তা মুগ্ধতার পরশ বুলিয়ে যায়। ব্যাটিংয়ে নান্দনিকতার কারণে সবার কাছেই আলাদা কদর পান ডানহাতি এই ব্যাটসম্যান। শুক্রবার ছিল তেমনই এক দিন। ৪৯ রানে ৪ উইকেট পড়ে দল যখন কাঁপছিল তখন ক্রিজে এসে কাজটা একদম সহজ করে দেন লিটন।

ছবি: ফিরোজ আহমেদ

মুশফিকুর রহিম ছিলেন কিছুটা সতর্ক, সময় নিয়ে থিতু হওয়ার দিকে মন দিয়েছিলেন তিনি। সেই সময়টায় রান বাড়ানোর দায়টা নিজের কাঁধে নেন লিটন, রানের চাকা রাখেন সচল।

৯৫ বলে ৬ চার, ১ ছক্কায় ফিফটি পেরুনোর পর কিছুটা ধীর করে দিয়েছিলেন। এক পর্যায়ে ৭০ এর ঘরে মুশফিক-লিটন চলছিলেন সমান তাকে। এরপরই আবার দ্রুত এগিয়ে যান লিটন। মুশফিককে অনেকটা পেছনে রেখে তুলে নেন টেস্টে তার প্রথম সেঞ্চুরি।

Liton Das
লিটনকে অভিনন্দন জানাচ্ছেন পাকিস্তানের আজহার আলি। ছবি: ফিরোজ আহমেদ

নোমান আলির বল ঠেলে তাকে সেঞ্চুরিতে পৌঁছাতেই হাত তালি দিতে দেখা যায় পাকিস্তানি ক্রিকেটারদের। দিনের খেলা শেষে বেরিয়ে যাওয়ার সময় ক্রিকেটীয় ভব্যতায় প্রতিপক্ষের ব্যাটসম্যানকে করেন অভিনন্দিত।

shaheen afridi & Liton das
শাহীন আফ্রিদি অভিনন্দিত করছেন লিটনকে। ছবি: ফিরোজ আহমেদ

অভিনন্দিত করলেও দ্বিতীয় দিনে শুরুতেই লিটনের উইকেট পেতে চাইবে পাকিস্তান। তারা ঠিকই জানেন লিটনকে ফেরাতে না পারলে, এই জুটি ভাঙ্গতে না পারলে বড় রান করে ফেলবে বাংলাদেশ। টেস্টে ফল বের করা তখন বেশ কঠিন হয়ে যাবে সফরকারীদের জন্য। দেখার বিষয় দ্বিতীয় দিনে নিজের ইনিংস কতটা এগিয়ে নিতে পারেন লিটন।

Comments

The Daily Star  | English

How hot is too hot?

Scientists say our focus should not be on just heat, but a combination of heat and humidity

2h ago