শার্শায় নির্বাচনী সহিংসতায় নিহত ১

যশোরের শার্শা উপজেলার পোস্টার লাগানোকে কেন্দ্র করে ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন উভয়পক্ষের আরও ১১ জন।
স্টার অনলাইন গ্রাফিক্স

যশোরের শার্শা উপজেলার পোস্টার লাগানোকে কেন্দ্র করে ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন উভয়পক্ষের আরও ১১ জন।

নিহত কুতুব উদ্দিন (৩০) রুদ্রপুর গ্রামের মহিউদ্দিনের ছেলে।

আজ শনিবার সন্ধ্যায় শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের রুদ্রপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

শার্শা থানার ওসি বদরুল আলম খান দ্য ডেইলি স্টারকে বলেন, 'ঘটনার পর পরই সেখানে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজন মারা গেছেন। এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

এ বিষয়ে নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান হাসান ফিরোজ টিংকু দ্য ডেইলি স্টারকে বলেন, 'স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা এই হামলা চালিয়েছে।'

অন্যদিকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলতাফ হোসেন অভিযোগ করে বলেন, 'নির্বাচনের আগের দিনে এই মারামারি পরিকল্পিতভাবে করা হয়েছে। যেন ভোটাররা ভোট কেন্দ্রে না যায়।'

এর আগে, সকালে একই ইউনিয়নের ভবানীপুর গ্রামে স্থানীয় মেম্বার প্রার্থী বাবলু রহমানের ভাই আরিফ ইকবালকে (৩৮) কুপিয়ে জখম করা হয়। ওই ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Comments

The Daily Star  | English
Jobless population falls by 3.47% in three months

Unemployment among men increases

The number of unemployed men increased in the first quarter of this year due to a lack of job opportunities, according to the Quarterly Labour Force Survey (QLFS) released today

5h ago