বাংলাদেশ

সংসদ সদস্যদের স্ট্যাটাস কী, প্রশ্ন জাপা এমপির

সংসদ সদস্যদের রাষ্ট্রীয় প্রটোকল ঠিক করে দেওয়ার দাবি জানিয়েছেন সংসদের বিরোধী দল জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক। তিনি বলেন, উপজেলা নির্বাহী অফিসারও অস্ত্রধারী আনসার সদস্য সঙ্গে নিয়ে চলা ফেরা করেন। আর সংসদ সদস্যরা (এমপি) ‘ব্যাক্কলের মতো ঘুরে’।
ফাইল ছবি।

সংসদ সদস্যদের রাষ্ট্রীয় প্রটোকল ঠিক করে দেওয়ার দাবি জানিয়েছেন সংসদের বিরোধী দল জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক। তিনি বলেন, উপজেলা নির্বাহী অফিসারও অস্ত্রধারী আনসার সদস্য সঙ্গে নিয়ে চলা ফেরা করেন। আর সংসদ সদস্যরা (এমপি) 'ব্যাক্কলের মতো ঘুরে'।

আজ রোববার জাতীয় সংসদে একটি বিল পাসের আলোচনায় অংশ নিয়ে মুজিবুল হক এ দাবি জানান।

চুন্নু বলেন, সংসদ সদস্যদের স্ট্যাটাসটা কী, রাষ্ট্রীয় প্রটোকল কী তা জানতে চেয়ে, বলতে বলতে মইন উদ্দীন খান বাদল মরেই গেছেন। উচ্চ আদালত নিজেদের মতো করে ওয়ারেন্ট অব প্রেসিডেন্স ঠিক করেছেন। সেটা করতে পারেন। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এরপর স্পিকারের সঙ্গে প্রধান বিচারপতি এক সমান।

তিনি বলেন, 'করুন, আপত্তি নেই। কিন্তু একজন পার্লামেন্টের মেম্বার, জনপ্রতিনিধি—রাষ্ট্রের মালিকের প্রতিনিধি কোনো সরকারি আমলার নিচে থাকবে এটা অসুন্দর লাগে।'

চুন্নু বলেন, 'কিছুদিন আগে একজন উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসায় আক্রমণ হয়েছিল। সে আক্রমণের কারণে এখন সারা বাংলাদেশে সব ইউএনওর বাসায় ১০ থেকে ১২ জন অস্ত্রধারী আনসার সদস্য দেওয়া হয়েছে। আবার ইউএনও সাহেবরা তাদের ৩-৪ জন অস্ত্রধারী আনসার সদস্য নিয়ে ঘোরেন। আর এমপিরা ব্যাক্কলের মতো ঘুরে। এমপির পারসোনাল একটা গানও পারসোনাল কোনো স্টাফ এ নেই।'

সংসদ কক্ষে উপস্থিত সংসদ নেতা শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, 'সময় চেঞ্জ হয়েছে। মাননীয় সংসদ নেত্রী, আপনার সঙ্গে তো অনেকে আছে, এমপিরা তো একলা একলা ঘুরে। ডিসির একজন বডি গার্ড আছে, সচিবের বডি গার্ড আছে, আর এমপি ঢাকা শহরে একা একা ঘুরে।'

Comments

The Daily Star  | English
Strong dollar spillover: How Bangladesh manages it

Strong dollar spillover: How Bangladesh manages it

The crawling peg system for the taka is a delayed response to reserve erosion

2h ago