লিটনের ফিফটিতে পাকিস্তানকে ২০২ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

Liton Das
প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসেও ফিফটি করেন লিটন দাস। ছবি: ফিরোজ আহমেদ

বিপর্যস্ত পরিস্থিতিতে নেমে প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন, লিটন দাস দ্বিতীয় ইনিংসেও দলের চাপে দাঁড়িয়ে গেলেন। আবারও পেরুলেন ফিফটি। তবে কাজটা অসমাপ্ত থাকল তার। মাথায় বল লেগে ছিটকে যাওয়ার আগে ইয়াসির আলি চৌধুরী রাখেন দারুণ অবদান। এই দুজনের ব্যাটে বাংলাদেশ শেষ পর্যন্ত পেল ২০১  রানের লিড।

সোমবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে  ১৫৭  রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। বাংলাদেশকে আটকে দিতে ৩২ রানে ৫ উইকেট নেন পেসার শাহীন শাহ আফ্রিদি। প্রথম টেস্ট জিততে তাই পাকিস্তানকে করতে হবে ২০২ রান। বাংলাদেশকে নিতে হবে ১০ উইকেট।

দলকে লড়াইয়ের অবস্থানে এনে দিতে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও দলের সর্বোচ্চ রান লিটনের। ৮ম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে করে করেন ৮৯ বলে ৫৯ রান। ৭২ বলে ৩৬ করে দুঃখজনকভাবে থামে ইয়াসিরের ইনিংস।

দিনের শুরুতে মুশফিকুর রহিমকে হারিয়ে বড় ধাক্কা খেয়েছিল বাংলাদেশ। সকালের প্রথম বলেই বাউন্ডারি মেরেছিলেন মুশফিক। কিন্তু ওই ওভারেই অদ্ভুত চিন্তায় বিদায় তার। হাসান আলি দুই ইনিংসেই বল ভেতরে ঢুকিয়ে ব্যাটসম্যানদের কাবু করছিলেন। মুশফিক তবু হাসানের ভেতরে ঢোকা বল ছেড়ে দিয়ে হয়ে যান বোল্ড।

তবে এরপর আস্থার সঙ্গে ব্যাট করে দলকে টানেন ইয়াসির-লিটন। শুরুতে লিটন ছিলেন কিছুটা অস্থির। তাকে স্থিরতা দেয় ইয়াসিরের শান্ত মেজাজের কার্যকর ব্যাটিং। নিখুঁত ডিফেন্স যেমন দেখিয়েছেন, দারুণ প্লেসমেন্টে বের করেছেন বাউন্ডারি।

এই জুটি যখন মনে হচ্ছিল বাংলাদেশকে বড় কিছু এনে দেবে তখনই দুর্ভাগ্যজনক বিদায় ইয়াসিরের। ৩০তম ওভারে শাহীনের বলে ডাক করতে গিয়ে হেলমেটে লাগে ইয়াসিরের। পরে আরও ৭ বল খেললেও অসুস্থ বোধ করায় বেরিয়ে যান মাঠ থেকে। তার বদলি নামানো হয় নুরুল হাসান সোহানকে।

সোহান করেছেন হতাশ। লাঞ্চের পর দুই বাউন্ডারিতে থিতু হয়ে গিয়েছিলেন। কিন্তু ৩৩ বলে ১৫ রান করে আউট হয়েছেন অহেতুক শট খেলতে গিয়ে।

তার আউটের আগেই অবশ্য টেস্টে দশম ফিফটি তুলে নেন লিটন। তার ব্যাটই ছিল বাংলাদেশের একমাত্র ভরসা। লিড দুশো ছাড়িয়ে যাওয়ার পর আশাও বড় হচ্ছিল।

শাহীন এসে থামান লিটনের লড়াই। ওভার দ্য উইকেটে এসে ভেতরে ঢোকা বলে এলবিডব্লিউ করেন। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি লিটন। ৮৯ বলের ইনিংসে এদিন ৬ চার মেরেছেন তিনি। 

এরপর আর ১ ওভার টিকে বাংলাদেশের ইনিংস। আবু জায়েদ রাহিকে ফিরিয়ে পঞ্চম শিকার ধরেন শাহীন। অফ স্পিনার সাজিদ খান তাইজুল ইসলামকে ফিরিয়ে মুড়ে দেন বাংলাদেশের ইনিংস।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ প্রথম ইনিংস: ৩৩০

পাকিস্তান প্রথম ইনিংস:  ২৮৬ ।

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস:  ৫৬.২ ওভারে ১৫৭  (সাদমান ১, সাইফ ১৮, শান্ত ০, মুমিনুল ০, মুশফিক ১৬, ইয়াসির ৩৬* (আহত অবসর), লিটন ৫৯, মিরাজ ১১, সোহান ১৫, জায়েদ ০, ইবাদত ০ ; শাহীন ৫/৩২, হাসান ২/৫২, ফাহিম ০/১৬, নোমান ০/২৩, সাজিদ ০/৩৩)

Comments

The Daily Star  | English
A dangerous suggestion

A dangerous suggestion

No provision in the constitution should be outside the purview of the judiciary

5h ago