বাংলাদেশের টেস্ট সংস্কৃতিতে হতাশ ডমিঙ্গো

domingo
ছবি: ফিরোজ আহমেদ

২০১৯ সালের অগাস্ট মাসে প্রধান কোচ হিসেবে রাসেল ডমিঙ্গোকে নিয়োগ দিয়েছিল বিসিবি। এই অগাস্টে তিনি বাংলাদেশে পার করে ফেলেছেন দুই বছর। বিভিন্ন সূত্রে তার সঙ্গে আরও দুই বছরের চুক্তি চূড়ান্ত হওয়ার খবর জানা গেছে। বাংলাদেশে ফেলে আসা সময় ও আগামী নিয়ে অভিমত দিতে গিয়ে এই দেশের টেস্ট সংস্কৃতির প্রতি হতাশা প্রকাশ করেছেন তিনি।

গত কয়েকমাসে টি-টোয়েন্টির পাশাপাশি টেস্টে বাংলাদেশের পারফরম্যান্স সবচেয়ে নাজুক। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগের চক্রে তলানিতে থেকে শেষ করে বাংলাদেশ। নতুন চক্রেও আলোর সম্ভাবনা ক্ষীণ।

চট্টগ্রামে পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্টে  প্রথম ইনিংসে লিড পেয়েও ম্যাচের লাগাম ধরতে পারেনি বাংলাদেশ। সোমবার চতুর্থ দিনের খেলা শেষে গণমাধ্যমে কথা বলতে এসে জানিয়েছে বাংলাদেশে কাজ করার তার অম্ল-মধুর অভিজ্ঞতার কথা, 'আমি খুব উপভোগ করেছি।  কোন সন্দেহ নেই এখানে বেশ কিছু বড় চ্যালেঞ্জ ছিল। আমি দক্ষিণ আফ্রিকার সঙ্গে যুক্ত ছিলাম যারা কিনা অনেক টেস্ট জিতত। এটা খুব হতাশাজনক যখন দেখি কীভাবে জিততে হয় আমরা (বাংলাদেশ) তা জানি না। টেস্ট সংস্কৃতি উন্নত করতে হবে। আমি সব সময় বিশ্বাস করি যদি আপনার টেস্ট দল ভাল হয় তাহলে সাদা বলের দলও ভাল হবে।'

তার মতে টেস্ট থেকে সীমিত পরিসরের ক্রিকেটেই বেশি গুরুত্ব দেয় বাংলাদেশ। যেটা এই দেশের ক্রিকেটকে শক্তিশালী করার অন্তরায়,  'হয়ত টেস্ট থেকে বাংলাদেশে সাদা বলের ক্রিকেট বেশি গুরুত্ব পায়। এখানে কিছু দারুণ রোমাঞ্চকর ছেলে আছে যারা উঠে এসেছে, যাদের অনেক দূর যেতে হবে। আন্তর্জাতিক ব্যাটসম্যান বা বোলার হতে হবে। ঘরোয়া ও 'এ' দলে যত বেশি খেলবে জাতীয় দলের জন্য তত ভাল। এই মুহূর্তে ঘরোয়া থেকে আন্তর্জাতিক ক্রিকেটে যাওয়ার ধাপ অনেক বড়।  আমার মনে হয় এই জায়গাটা নিয়ে বিসিবি কাজ করবে।'

Comments

The Daily Star  | English

‘Allah, heal my father’: A child’s last prayer and a family’s plea for justice

Tanvir, 8, died at DMCH after losing all four limbs; parents allege a misdiagnosis in Bhola

1h ago