যে কারণে অ্যান্টিবায়োটিকের কার্যক্ষমতা কমেছে

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআরের সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, দেশে প্রচলিত অ্যান্টিবায়োটিকের মধ্যে অন্তত ১৮টির কার্যক্ষমতা ৫০ শতাংশ কমে গেছে। এসব অ্যান্টিবায়োটিক মূলত মূত্রনালির সংক্রমণ, নিউমোনিয়া, জখম সারানোসহ নানা ধরনের সংক্রমণের চিকিৎসায় ব্যবহার করা হয়।

গবেষকেরা বলছেন, প্রচলিত এসব ওষুধের কার্যকারিতা কমে যাওয়ার ফলে রোগীরা, বিশেষত হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রোগীরা মারাত্মক ঝুঁকিতে রয়েছেন। নতুন কোন কার্যকরী অ্যান্টিবায়োটিক এখনও পাওয়া যায়নি।

অ্যান্টিবায়োটিক রেসিসট্যান্স বা অ্যান্টিবায়োটিকের কার্যক্ষমতা কমে যাওয়া নিয়ে কথা বলতে স্টার কানেক্টসে যুক্ত হয়েছেন এই গবেষক দলের প্রধান, আইইডিসিআরের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. জাকির হোসাইন হাবিব।

Comments

The Daily Star  | English
A dangerous suggestion

A dangerous suggestion

No provision in the constitution should be outside the purview of the judiciary

4h ago