কুয়েট ১৩ ডিসেম্বর পর্যন্ত বন্ধ, বিকেল ৪টার মধ্যে হল ছাড়ার নির্দেশ

ছবি: সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সিন্ডিকেট মিটিংয়ে বিশ্ববিদ্যালয়ে ১৩ ডিসেম্বর পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ শুক্রবার সকাল ১১টায় এই বৈঠক শুরু হয়।

বৈঠক শেষে শিক্ষার্থীদের আজ বিকেল ৪টা মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কাজী সাজ্জাদ হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

গত মঙ্গলবার দুপুর ৩টার দিকে কুয়েটের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. সেলিম হোসেন হার্ট অ্যাটাকে মারা যান। তিনি লালন শাহ হলের প্রভোস্ট ছিলেন।

এ ঘটনায় কুয়েট প্রশাসন তদন্ত কমিটি গঠন করে। তবে ওই কমিটির ২ সদস্য তদন্ত করতে অপারগতার কথা জানান। উপাচার্য অধ্যাপক কাজী সাজ্জাদ হোসেন বলেন, 'তদন্ত কমিটির ২ সদস্যের অপারগতার পর প্রশাসন নতুন সিদ্ধান্ত নেয়নি।'

উদ্ভূত পরিস্থিতিতে গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেটের জরুরি সভা ডাকা হয়। কিন্তু, কোনো সিদ্ধান্ত ছাড়াই সেই সভা শেষ হয়।

এর আগে, গতকাল দুপুর সাড়ে ১১টায় অধ্যাপক ড. মো. সেলিম হোসেনের মৃত্যুর ঘটনায় শিক্ষক সমিতির পক্ষ থেকে সুষ্ঠু বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করা হয়। সেখানে প্রায় ১৫০ জন শিক্ষক কালো ব্যাজ ধারণ করেন।

সমাবেশ শেষে তারা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে স্মারকলিপি দেন।

Comments

The Daily Star  | English

The consensus to keep women out

The project of egalitarianism cannot be subcontracted to the very custodians of inequality.

9h ago