কেন সাংবাদিকের চেয়ে কোচের আয় বেশি জানালেন মরিনহো

সাংবাদিকদের সঙ্গে বরাবরই তিক্ততার সম্পর্ক জোসে মরিনহোর। বিশেষ করে কোনো ম্যাচের ফলাফল বিপক্ষে গেলেই সাংবাদিকদের কোনো না কোনো প্রশ্নে কটাক্ষ করে উত্তর দিয়ে থাকেন তিনি। তবে এবার এক সাংবাদিককে রীতিমতো অপদস্থ করেছেন এএস রোমার এ পর্তুগিজ কোচ।

আগের দিন ঘরের মাঠে ইন্টার মিলানের কাছে ৩-০ গোলের ব্যবধানে হেরেছে রোমা। ম্যাচের প্রথমার্ধেই গোল তিনটি হজম করে তারা। ১৫তম মিনিটেই তুর্কি তারকা হাকান কালানগলু, ২৪তম মিনিটে এডেন জেকো ও ৩৯তম মিনিটে ডেনজেল ডামফ্রিসের গোলে হার নিশ্চিত হয়ে যায় তাদের।

এ জয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার। অন্যদিকে পঞ্চম অবস্থানে আছে রোমা। সে অবস্থান থেকেও পিছিয়ে পড়তে পারে যে কোনো সময়। কারণ তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে মাত্র ১ পয়েন্ট কম নিয়ে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে তিনটি দল-ফিওরেন্টিনা, জুভেন্টাস ও বোলোনিয়া। খুব বেশি পিছিয়ে নেই লাৎসিও-ও।

ইন্টারের বিপক্ষে হারের পর এমনিতেই মেজাজ খিটমিটে হয়ে ছিল মরিনহোর। সেখানে শুরুতেই দলের পারফরম্যান্সের মূল্যায়ন জানতে চান এক সাংবাদিক। সে প্রশ্ন ফিরিয়ে দিয়ে রীতিমতো তাকে একহাত নেন এ কোচ, 'তোমার কাজ আমাদের কাজের চেয়ে অনেক সোজা এবং এ কারণে আমরা তোমাদের চেয়ে অনেক বেশি আয় করি।'

পরে অন্য কারো প্রশ্ন না নিয়ে নিজের কথা চালিয়ে যান এ কোচ, 'আমাদের যে কোনো ভালো দিনেও ইন্টার আমাদের চেয়ে ভালো দল। ইন্টার আমাদের চেয়ে বস্তুনিষ্ঠভাবেই ভালো।'

এমনকি আগের মৌসুমে দুই দলের পার্থক্য কি ছিল তাও জানিয়ে দেন মরিনহো, 'গত মৌসুমে তারা আমাদের উপরে ২৯ পয়েন্ট বেশি পেয়ে শেষ করেছিল। ইনজুরি ও নিষেধাজ্ঞার জন্য বেশ কিছু খেলোয়াড়দের অনুপস্থিতির কারণে আজ রাতে ম্যাচটি অত্যন্ত কঠিন হয়ে ওঠে।'

এছাড়া নিজ দলের ফরোয়ার্ডদেরও কাঠগড়ায় তোলেন এ পর্তুগিজ, 'আমাদের আক্রমণ ক্ষমতা কার্যত শূন্য। একটি গোল করা খুবই গুরুত্বপূর্ণ, ম্যাচে একটা দল দুই বা তিনটি সুযোগ পায়। আমরা গোল করার মতো আমরা তিনটি সুযোগ পেয়েছি এবং গোল করতে পারিনি।'

Comments

The Daily Star  | English

CA approves draft Anti-Terrorism Ordinance

Draft includes provision to ban an entity's activities, restrict terrorism-related content online

18m ago