'পঞ্চাশের হ্যাটট্রিকে' অনন্য উচ্চতায় কোহলি

ছবি: টুইটার

ওয়ানডে ও টি-টোয়েন্টিতে অন্তত ৫০ ম্যাচ জেতার স্বাদ বিরাট কোহলির পাওয়া হয়ে গিয়েছিল আগেই। এবারে টেস্টেও ৫০ ম্যাচ জিতলেন ভারতের এই তারকা ব্যাটার। এতে অনন্য এক কীর্তির মালিক হয়ে গেলেন তিনি। প্রথম ক্রিকেটার হিসেবে ক্রিকেটের তিন সংস্করণেই ৫০ বা এর চেয়ে বেশি ম্যাচ জেতার রেকর্ড গড়লেন তিনি।

সোমবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ড ৩৭২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত। এই জয়ে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির প্রতিটিতে ৫০ ম্যাচ জেতার অন্যরকম হ্যাটট্রিক গড়েছেন কোহলি।

ঘরের মাটিতে নিউজিল্যান্ডকে উড়িয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জেতার পর অধিনায়ক কোহলির অর্জনের প্রশংসা করেছে ভারত ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তারা সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে লিখেছে, 'অভিনন্দন বিরাট কোহলি: ক্রিকেটের প্রতিটি সংস্করণে ৫০টি আন্তর্জাতিক ম্যাচ জেতা প্রথম ক্রিকেটার।'

কানপুরে সিরিজের প্রথম টেস্টে খেলেননি সময়ের অন্যতম সেরা তারকা কোহলি। মুম্বাইতে ফিরলেও হাসেনি তার ব্যাট। প্রথম ইনিংসে শূন্য রানে সাজঘরে ফেরার পর দিতি ইনিংসে তার ব্যাট থেকে আসে ৩৬ রান। তবে দল জেতায় তার সাফল্যের মুকুটে যোগ হয়েছে নতুন পালক।

২০০৮ সালে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক মঞ্চে পা রাখার পর এই সংস্করণে ২৫৪ ম্যাচ খেলে ১৫৩টিতে জিতেছেন কোহলি। ২০১০ সালে টি-টোয়েন্টি ও পরের বছর টেস্ট অভিষেক হয় তার। টি-টোয়েন্টিতে ৯৫ ম্যাচে কোহলির জয় ৫৯টিতে। আর তার ৫০তম টেস্ট জয় এসেছে ৯৭ ম্যাচে।

ভারত দল নিয়ে কোহলির পরবর্তী অভিযান দক্ষিণ আফ্রিকার মাটিতে। সেখানে স্বাগতিকদের বিপক্ষে তিনটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবে তারা। টেস্ট সিরিজ মাঠে গড়াবে আগামী ২৬ ডিসেম্বর। এরপর মাঠে গড়াবে ওয়ানডে সিরিজ।

Comments

The Daily Star  | English

Life insurers mired in irregularities

One-fourth of the life insurance firms in the country are plagued with financial irregularities and mismanagement that have put the entire industry in danger.

6h ago