রাজনীতি

প্রতিমন্ত্রী মুরাদের বক্তব্যে সরকারের অবস্থান জানতে চায় বিএনপি

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার পরিবারের সদস্যদের নিয়ে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের 'অবমাননাকর' বক্তব্যের বিষয়ে সরকারের অবস্থান জানতে চেয়েছে বিএনপি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্টার ফাইল ফটো

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার পরিবারের সদস্যদের নিয়ে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের 'অবমাননাকর' বক্তব্যের বিষয়ে সরকারের অবস্থান জানতে চেয়েছে বিএনপি।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে এটা পরিষ্কার করতে হবে যে, এটি (তথ্য প্রতিমন্ত্রীর বক্তব্য) সত্য না মিথ্যা? আমরা জানতে চাই এই বক্তব্য নিয়ে আপনার অবস্থান কী? আপনাকে উত্তর দিতে হবে।'

আজ সোমবার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্সে এক আলোচনায় সভায় বিএনপির এই নেতা অভিযোগ করেন, 'ডা. মুরাদ তার বক্তব্যে যা কিছু বলেছেন- প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে বলেছেন এবং তিনি সবকিছু জানেন। এটা বিপজ্জনক।'

মুরাদ একসময় ছাত্রদলের নেতা ছিলেন বলে দাবি করে ফখরুল বলেন, 'এটা খুবই দুর্ভাগ্যজনক তিনি (মুরাদ) এক সময় ছাত্রদলের রাজনীতি করতেন। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রচার বিষয়ক সম্পাদক ছিলেন। পরে তিনি ছাত্রলীগে যোগ দেন। এটা তার জন্য লজ্জা।'

মির্জা ফখরুল যখন এই দাবি করেন তখন যুবদলের একজন নেতা চিৎকার করে বলেন- মুরাদ কখনোই ছাত্রদলের নেতা ছিলেন না। তিনি ফখরুলের বক্তব্য প্রত্যাহারের দাবি জানান।

তখন মির্জা ফখরুল বলেন, 'একবার তিনি ছাত্রদলের রাজনীতিতে জড়িয়ে ছিলেন। পরে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ ইউনিট ছাত্রলীগের সভাপতি হন। এটা দুর্ভাগ্যজনক যে তিনি ছাত্রদলের সঙ্গে জড়িত ছিলেন।'

Comments

The Daily Star  | English

Speed limit set for all types of vehicles

The speed limit for cars, buses, and minibuses on expressways would be 80km per hour, while it would be 60kmph for motorcycles and 50kmph for trucks.

12h ago