দুর্ঘটনা ও অগ্নিকাণ্ড

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁজ ২০ জেলে

ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’র কবলে পড়ে বঙ্গোপসাগরে বরগুনার পাথরঘাটা এলাকার একটি মাছধরা ট্রলার ডুবে গেছে। ২১ জন জেলে নিয়ে ডুবে যাওয়া ওই ট্রলারের এক জেলেকে উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছেন ২০ জেলে।
বরগুনা

ঘূর্ণিঝড় 'জাওয়াদ'র কবলে পড়ে বঙ্গোপসাগরে বরগুনার পাথরঘাটা এলাকার একটি মাছধরা ট্রলার ডুবে গেছে। ২১ জন জেলে নিয়ে ডুবে যাওয়া ওই ট্রলারের এক জেলেকে উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছেন ২০ জেলে।

আজ মঙ্গলবার সকালে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, 'গতকাল সোমবার রাত ১১টার দিকে হাফিজুর রহমানকে (৪০) ভাসমান অবস্থায় অপর ট্রলার এফবি সাফওয়ার'র মাঝি মো. মহসিন উদ্ধার করেন।'

'এখন পর্যন্ত ডুবে যাওয়া ওই ট্রলারের খোঁজ মেলেনি' উল্লেখ করে তিনি জানান, হাফিজুর রহমান তালতলী উপজেলার ছকিনা এলাকায় স্থানীয় চিকিৎসা নিচ্ছেন।

উদ্ধার হওয়া জেলে হাফিজুর রহমানের বরাত দিয়ে গোলাম মোস্তফা চৌধুরী আরও বলেন, 'ট্রলারটি উল্টো হয়ে তলিয়ে গেছে। বাকি ২০ জেলের জীবন নিয়ে আমরা শঙ্কিত।'

গত রোববার ভোররাতে ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরের সোনারচর এলাকায় এ ট্রলার ডুবির ঘটনা ঘটে। ট্রলারটি ভোলার চরফ্যাশনের আমিনাবাদ এলাকার বলে জানা গেছে।

পাথরঘাটা থানার ওসি আবুল বাসার ডেইলি স্টারকে বলেন, 'বিষয়টি জানা নেই। কেউ অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।'

Comments

The Daily Star  | English
Strong dollar spillover: How Bangladesh manages it

Strong dollar spillover: How Bangladesh manages it

The crawling peg system for the taka is a delayed response to reserve erosion

3h ago