চট্টগ্রামে এবার ড্রেনে পড়ে ১২ বছরের শিশু নিখোঁজ

চট্টগ্রামের পাঁচলাইশের ষোলশহর রেলওয়ে স্টেশন এলাকায় রাস্তার পাশে খেলতে গিয়ে ড্রেনে পড়ে ১২ বছর বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে। সোমবার বিকেলে ড্রেনে পড়ার পর ২৪ ঘণ্টা পার হয়ে গেলেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
 
আজ মঙ্গলবার বিকেলে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। 

এ বিষয়ে চট্টগ্রামের ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স উপ-সহকারী পরিচালক ফরিদ আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'খবর পেয়ে চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিরা ঘটনাস্থলে পৌঁছে আজ বিকেল সাড়ে ৪টার দিকে উদ্ধার কাজ শুরু করেন।'

তিনি আরও বলেন, 'আমাদের ডুবুরিরা উদ্ধার অভিযান শুরু করেছে কিন্তু এখন পর্যন্ত কোন অগ্রগতি হয়নি।'

স্থানীয়রা জানান, সোমবার দুপুরে দুই ছেলে ওই এলাকায় খেলছিল। তাদের পরিবার পাশের বস্তিতে থাকে। একপর্যায়ে বিকেল সাড়ে ৪টার দিকে তারা রাস্তার পাশের ড্রেনে পড়ে যায়। একজন শেষ পর্যন্ত ড্রেন থেকে উঠে আসতে পারলেও কামাল নামে আরেকজন ড্রেন থেকে বের হতে না পেরে নিখোঁজ হয়।

খবর পেয়ে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়। আজ বিকেলে তারা ফায়ার সার্ভিসকে খবর দিলে সংস্থার ডুবুরিরা উদ্ধার কাজ শুরু করেন।

কামাল নিখোঁজের পর থেকে মানসিকভাবে ভেঙে পড়েছেন তার বাবা কাওসার। কামালের একটি পাসপোর্ট সাইজের ছবি দেখিয়ে তিনি সবাইকে জিজ্ঞেস করছিলেন ছেলেকে দেখেছেন কি না। তিনি সবাইকে তাদের ছেলেকে খুঁজে বের করার জন্য অনুরোধ করেন।

কামালের সঙ্গে ড্রেনে পড়ে যাওয়া রাকিব জানায়, তারা দুজন সেখানে খেলছিল। সে সময় ড্রেন থেকে কিছু একটা তোলার চেষ্টা করলে দুজনেই সেখানে পড়ে যায়। রাকিব কোনোভাবে ড্রেন থেকে উঠে আসতে পারলেও কামাল পারেনি।

এর আগে চলতি বছরের ২৭ সেপ্টেম্বর চট্টগ্রাম শহরের আগ্রাবাদে বাদামতলী এলাকায় রাস্তার পাশে খোলা ড্রেনে পড়ে নিহত হন সেহরীন মাহবুব সাদিয়া (১৯)। তিনি চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

Comments

The Daily Star  | English

Modi gives forces ‘operational freedom’

Vows ‘crushing blow to terrorism’ after meeting top security brass; Pak FM fears ‘imminent incursion’

1h ago