শাকিব খানকে কটূক্তি করেছিলেন মুরাদ হাসান
বাংলাদেশী সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানকে 'তেলাপোকা' বলে কটূক্তি করেছিলেন প্রতিমন্ত্রীর পদ হারানো ডা. মুরাদ হাসান। সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
গত ৩০ নভেম্বর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত 'ময়ূরাক্ষী' সিনেমার মহরতে শাকিব খানকে নিয়ে কটূক্তি করে মুরাদ হাসান বলেছিলেন, 'শাকিবকে দেখলে অনেক সময় আমি দুষ্টামি করে বলি, এই তুই তো অভিনয় জানস না। তুই তো শুধু লাফাস।'
'এসব বলার পর শাকিব আমাকে বলছিল যে বস আমার মার্কেটটা আর খায়েন না,' মুরাদ বলেন।
বিতর্কিত মন্তব্যের কারণে সম্প্রতি দেশজুড়ে সমালোচনার মুখে পড়েন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান। সর্বশেষ সামাজিক যোগাযোগমাধ্যমে তার সঙ্গে চিত্রনায়ক ইমন ও চিত্রনায়িকা মাহিয়া মাহির ফোনালাপ ফাঁস হয়। সেখানে তিনি মাহিকে দেখা করতে বলে ধর্ষণের হুমকির পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে তুলে নিয়ে আসার হুমকি দিয়েছিলেন।
শিষ্টাচারবহির্ভূত বক্তব্যের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন। সেই প্রেক্ষিতে 'ব্যক্তিগত কারণ' দেখিয়ে মন্ত্রিসভা থেকে আজ ৭ ডিসেম্বর পদত্যাগ করেছেন ডা. মুরাদ হাসান।
Comments