দেশে জিম্বাবুয়েফেরত ২ নারী ক্রিকেটারের ওমিক্রন শনাক্ত

ছবি: সংগৃহীত

দেশে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ শনিবার দুপুর ২টায় ঢাকা শিশু হাসাপাতালে ভিটামিন 'এ' ক্যাম্পেইন উদ্ভোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, জিম্বাবুয়েফেরত আমাদের দুজন যে নারী ক্রিকেটার, যাদের শরীরে ওমিক্রন ভাইরাস পাওয়া গেছে, তাদের আমরা কোয়ারেন্টিনে রেখেছি এবং তারা সুস্থ আছে। তাদের যা যা চিকিৎসা দরকার সেগুলো ব্যবস্থা করা হয়েছে। মাঝে মাঝেই পরীক্ষা করে দেখা হচ্ছে কী অবস্থায় আছে। পুরোপুরি সেরে উঠতে হয়তো কিছু দিন সময় লাগবে। অন্তত ২ সপ্তাহ লাগবে। পুরোপুরি যখন সেরে উঠবে তখনই আমরা তাদের ছাড়তে পারবো। আমরা কন্টাক্ট ট্রেসিং করছি, সবাইকে পরীক্ষার আওতায় এনেছি। যারা সঙ্গে ছিল বা সংস্পর্শে এসেছে। সবার পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের সবাইকে সতর্ক হতে হবে যারা বাইরে থেকে আসবে। আফ্রিকার বাইরে ৬২টিটা দেশে এ পর্যন্ত পাওয়া গেছে এই ওমিক্রন ভাইরাস। এটি খুবই দ্রুত ছড়িয়ে পড়ে। কিন্তু উপসর্গটা মৃদু। এখন পর্যন্ত কোনো মৃত্যুর সংবাদ আমরা পাইনি। ডেলটা ভাইরাস থেকে ক্ষতিকারক বেশি নয়। ডব্লিউএইচও বলেছে, টিকা আমরা যেটা ব্যবহার করছি এই টিকাও কিছুটা কাজ করে ওমিক্রন দমন করার জন্য। যেসব টিকা আমরা ব্যবহার করছি, সেগুলোর প্রতিরোধ ক্ষমতা রয়েছে। সেই জন্য আমরা চাইবো যারা এখনো টিকা নেয়নি তারা তাড়াতাড়ি যেন টিকা নেয়। আমরা প্রায় ৭ কোটির মতো টিকা দিয়েছি। দ্বিতীয় ডোজ ৪ কোটির মতো হয়েছে। টিকা নেওয়ার আগে যে আগ্রহ ছিল, আমরা দেখছি এখন ভাটা পড়েছে। যারা টিকা নিচ্ছে তারা কিন্তু তেমন অসুস্থ হচ্ছে না। আমাদের হাসপাতালে রোগীর সংখ্যা কম, মৃত্যুর সংখ্যা খুবই কম। দুদিন আগে শূন্য ছিল, গতকাল ১ ছিল। টিকার ব্যবস্থার ফলেই এ পরিস্থিতি দাঁড়িয়েছে।

গ্লোবাল জিনোম সিকোয়েন্স ডাটাবেজের তথ্য অনুযায়ী, ৬ ডিসেম্বর সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) আক্রান্ত ২ নারী ক্রিকেটারের নমুনা সংগ্রহ করে। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের শরীরে ওমিক্রন শনাক্ত হয়। তাদের একজনের বয়স ২১ বছর ও অন্য জনের ৩০ বছর। বৃহস্পতিবার জিআইএসএআইডির ওয়েবসাইটে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

বক্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে আইইডিসিআর'র কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Comments

The Daily Star  | English

Fresh clash erupts between CU students, locals

Both sides were seen hurling brickbats and wielding sticks during the confrontation, turning the area into a battlefield

27m ago