জুভেন্টাসের হতাশার রাতে ফের ইনজুরিতে দিবালা

সিরিআয় চলতি মৌসুমটা ভালো যাচ্ছে না জুভেন্টাসের। এক দুই ম্যাচ জিতলেই হোঁচট যেন নিশ্চিত। সে ধারা বজায় থাকল এবারও। টানা দুটি জয়ের পর এবার অপেক্ষাকৃত দুর্বল ভেনেজিয়ার সঙ্গে পয়েন্ট খোয়াতে হলো তাদের। তারচেয়েও বড় দুশ্চিন্তার বিষয় ইনজুরিতে পড়েছেন দলের অন্যতম সেরা তারকা পাওলো দিবালা।

স্তাদিও পেনজোতে শনিবার রাতে স্বাগতিকদের সঙ্গে ১-১ গোলে ড্র করে ওল্ড লেডিরা। ম্যাচের ৩২তম মিনিটে আলভারো মোরাতার গোলে এগিয়ে গিয়েছিল জুভেন্টাসই। তবে দ্বিতীয়ার্ধের দশম মিনিটে মাত্তিয়া আরামুর গোলে সমতায় ফেরে স্বাগতিকরা।

আগের দিন ম্যাচের দ্বাদশ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন দিবালা। ইতালিয়ান সংবাদমাধ্যমের খবর অনুযায়ী তার সমস্যা এবারও ডান ঊরুর পেশীতে। ক্যারিয়ারের শুরু থেকেই ক্রমাগত পেশী সংক্রান্ত সমস্যায় ভুগছেন দিবালা। যে কারণে ক্যারিয়ারকে সে অর্থে সমৃদ্ধ করতে পারেননি এ আর্জেন্টাইন।

তবে ডান হাঁটুতেও চোট পেয়েছেন তিনি। মাঠে থেকে নামিয়ে ফেলার পর বেঞ্চে থাকাকালীন সময়ে ব্যান্ডেজ দেখা গিয়েছে তার ডান হাঁটুতে। ধারণা করা হচ্ছে এবারও লম্বা সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে ২৮ বছর বয়সী এ তারকাকে।

গত সেপ্টেম্বরেই পেশীর চোটে পড়ে প্রায় মাস খানেক মাঠের বাইরে ছিলেন তিনি। যে কারণে মিস করেছেন ৫টি ম্যাচ। এখন পর্যন্ত এ মৌসুমে ১৭টি ম্যাচ খেলতে পেরেছেন এ আর্জেন্টাইন। তাতে ৮টি গোল করেছেন তিনি। পাশাপাশি ৪টি গোলে সহায়তাও করেছেন এ তারকা।

উল্লেখ্য, চলতি মৌসুমে শেষে জুভেন্টাসের সঙ্গে চুক্তির মেয়াদ ফুরচ্ছে দিবালার। এখনও নতুন কোনো চুক্তির আভাস নেই। জানা গেছে বাৎসরিক ১০ মিলিয়ন ইউরো বেতন চাইছেন তিনি। যা দিতে নারাজ ক্লাবটি। যে কারণে আটকে আছে এ চুক্তি।

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

2h ago