রবিউল-শুভাগতর তোপে ওয়ালটন মধ্যাঞ্চলের দাপট

প্রতিপক্ষকে অল্প রানে আটকে ভালো শুরু পেয়েছে ওয়ালটন মধ্যাঞ্চল

দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন উত্তরাঞ্চলের শুরুটা করেছিলেন বেশ ভালোই। তবে এরপরই ঘুরে দাঁড়ায় ওয়ালটন মধ্যাঞ্চল। তিন পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ, রবিউল হক, মৃত্যুঞ্জয় চৌধুরীরা চেপে ধরেন উত্তরের ইনিংস। শেষ দিকে তোপ দাগান অধিনায়ক শুভাগত হোম।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রোববার বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)-এর প্রথম রাউন্ডে প্রথম দিনেই চালকের আসনে ওয়ালট মধ্যাঞ্চল। উত্তরাঞ্চলকে মাত্র ২১৯ রানে গুটিয়ে বিনা উইকেটে ৬১ রান তুলে দিন শেষ করেছে তারা।

উত্তরের ইনিংস মুড়ে দিতে মধ্যাঞ্চলের সেরা বোলার রবিউল। ৩৭ রানে তিনি নিয়েছেন ৩ উইকেট। অধিনায়ক শুভাগত ২১ রানে পান ২ উইকেট। মুগ্ধ, মৃত্যুঞ্জয় আর হাসান মুরাদ পেয়েছেন একটি করে উইকেট।

টস হেরে ব্যাট করতে নেমে যুব বিশ্বকাপজয়ী দলের দুই ওপেনার তানজিদ ও পারভেজ মিলে প্রথম ঘন্টায় কোন সুযোগ দেননি। অনায়াসেই বাড়ছিল তাদের রান। ১৪তম ওভারে ৬১ রানে গিয়ে ভাঙ্গে প্রথম জুটি। রবিউলের বলে ৩২ রান করে বোল্ড হন তানজিদ। ওয়ানডে গতিতে রান উঠিয়ে মাত্র ৩৯ বলে ৭ চার মেরেছেন তিনি।

তিনে নামা মাহিদুল ইসলাম অঙ্কন টিকেন মাত্র ৫ বল।  বাঁহাতি পেসার মৃত্যুঞ্জয় তাকে ফেরান শূন্য রানে। অভিজ্ঞ নাঈম ইসলাম থিতু হওয়ার আগেই শিকার রবিউলের।

ফিফটির কাছে গিয়ে লড়াই থামান পারভেজ। মার্শাল আইয়ুব, আরিফুল হক, তানভির হায়দার, আমিনুল ইসলাম প্রত্যেকেই থিতু হয়েছিলেন। কেউই টানতে পারেননি ইনিংস। শেষ দিকে সানজামুল একাই চালান লড়াই।  কিন্তু পাননি সঙ্গী।

প্রতিপক্ষকে অল্প রানে গুটিয়ে শেষ বিকেলে ব্যাট করতে নেমে কোন বিপদ আনতে দেননি ওয়ালটনের দুই ওপেনার মিজানুর রহমান ও মোহাম্মদ মিঠুন। ওয়ানডে মেজাজে ৫৪ বলে ৪৩ করে অপরাজিত আছেন মিঠুন। ৪৮ বলে ১৮ করে ব্যাট করছেন মিজানুর।

Comments

The Daily Star  | English

India, Pakistan agree ceasefire

Announces Trump after rivals launch multiple attacks on key military installations; Islamabad, New Delhi confirm truce

2h ago