ব্যাট হাতে আরও দুর্বার হবেন ‘চাপমুক্ত’ কোহলি!

Virat Kohli
ছবি: এএফপি

আচমকা ওয়ানডের নেতৃত্ব থেকে বিরাট কোহলিকে সরিয়ে দেওয়ায় ভারতীয় ক্রিকেটে চলছে নানামুখী আলোচনা। কোহলিকে যথেষ্ট সম্মান দেওয়া হয়নি বলে অনেকেই বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলির সমালোচনা করছেন। যদিও কোহলি নিজে এখনো এই ব্যাপারে নিশ্চুপ। তবে দলটির সাবেক তারকা গৌতম গম্ভীর এই বদল দেখছেন ইতিবাচকভাবে। তার মতে ব্যাটসম্যান কোহলি এতে হবেন আরও দুর্বার।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে টি-টোয়েন্টির অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন কোহলি। বিশ্বকাপে চরম ব্যর্থ হয় ভারত। বিশ্বকাপের পর তাকে শুধু টেস্ট অধিনায়কত্বে রেখে টি-টোয়েন্টির পাশাপাশি ওয়ানডের নেতৃত্বও রোহিত শর্মাকে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

দক্ষিণ আফ্রিকা সফর থেকেই লাল ও সাদা বলের দুই অধিনায়কের যুগে প্রবেশ করছে ভারত। অধিনায়কত্ব নিয়ে চলমান আলোচনার মাঝে ভারতীয় টিভি চ্যানেল স্টার স্পোর্টসের 'ফলো দ্য ব্লুজ' অনুষ্ঠানে হাজির হয়ে গম্ভীর দেন তার মত। তিনি বরং পুরো ব্যাপারটাতেই ভারতের লাভ দেখছেন,  'সাদা বলে এটা হয়ত বিরাট কোহলিকে আরও স্বাধীনতা দেবে, অধিনায়কত্বের চাপ না থাকায় হয়তো সে সাদা বলে ব্যাট হাতে আরও ভয়ংকর হয়ে উঠবে।'

'তবে আমি নিশ্চিত লাল বল, সাদা বল সবখানেই কোহলির সেরা চেহারাটাই দেখা যাবে। সে অধিনায়ক থাকুক বা না থাকুক যেরকম উদ্যম, আগ্রাসন  নিয়ে খেলেছে সেটাই দেখতে পাবেন।'

অনেকদিন ধরেই সাদা বলে রোহিতের অধিনায়কত্ব হচ্ছিল প্রশংসিত। আইপিএলে কোহলির কোন ট্রফি জিততে পারেননি। রোহিত পাঁচবার জিতেছেন শিরোপা। এই ব্যাপারটাই এগিয়ে রেখেছে রোহিতকে। পাশাপাশি কোহলির নেতৃত্ব ভারত কোন আইসিসি ট্রফি জিততে না পারাতেও আলোচনা পেয়েছিল গতি।  গম্ভীরও মনে করেন রোহিত সাদা বলে আনবেন সাফল্য, 'এটা ভারতীয় ক্রিকেটের জন্য বেশ ভালো যে দুই অধিনায়ক পাচ্ছি। রোহিতও সময় পাবে দলটা গুছিয়ে নেওয়ার। আমার ধারণা অধিনায়ক হিসেবে রোহিত ভাল কিছু করবে। ও পাঁচবার আইপিএল জিতেছে। এতে বোঝা যায় সাদা বলে ও অন্যদের চেয়ে আলাদা।' '

Comments

The Daily Star  | English

Over 100 injured in overnight clashes between CU students, locals

Following the clash, the university authorities have postponed all departmental examinations scheduled for today.

1h ago