মধ্যপ্রাচ্য

আমিরাতে প্রথম সরকারি সফরে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী

প্রথমবারের মতো সরকারিভাবে সংযুক্ত আরব আমিরাত সফর করবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। এই সফরে তিনি আমিরাতের শাসকের সঙ্গে দেখা করবেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। রয়টার্স ফাইল ফটো

প্রথমবারের মতো সরকারিভাবে সংযুক্ত আরব আমিরাত সফর করবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। এই সফরে তিনি আমিরাতের শাসকের সঙ্গে দেখা করবেন।

আজ শনিবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর অফিসিয়াল বিবৃতিতে বলা হয়েছে, রোববার বেনেট উচ্চ পর্যায়ের জনসফরের উদ্দেশ্যে আমিরাত রওনা হবেন। আগামী সোমবার ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানের সঙ্গে দেখা করবেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, বেনেট ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক আরও গভীর করার (বিশেষ করে অর্থনৈতিক ও আঞ্চলিক বিষয়) বিষয়ে আলোচনা করবেন।

এতে আরও বলা হয়েছে, এটি ইসরায়েলি প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব আমিরাতে প্রথম সরকারি সফর।

তবে, সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত বছর দুই দেশ আনুষ্ঠানিকভাবে সম্পর্ক স্থাপন করে। দুই দেশের পর্যটন ও ব্যবসা থেকে শুরু করে অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে বিভিন্ন চুক্তি হয়েছে।

Comments

The Daily Star  | English

Hilsa remains a luxury

Traders blame low supply for high price; not enough catch in rivers even after 2-month ban

30m ago