করোনা আক্রান্ত অন্তঃসত্ত্বা নারী ৮ গুণ বেশি ঝুঁকিতে: গবেষণা

স্টার ডিজিটাল গ্রাফিক্স

সাধারণ অন্তঃসত্ত্বা নারীর তুলনায় করোনা আক্রান্ত অন্তঃসত্ত্বা নারীরা মাতৃত্বকালীন জটিলতা তৈরির ক্ষেত্রে ৮ গুণ বেশি ঝুঁকিতে থাকেন বলে এক গবেষণায় উঠে এসেছে। গবেষণায় দেখা যায়, করোনা আক্রান্ত অন্তঃসত্ত্বাদের ৪৬ শতাংশের মাতৃত্বজনিত সমস্যা দেখা দিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্ল্যানিং, মনিটরিং অ্যান্ড রিসার্চ অপারেশনাল প্ল্যানের সহযোগিতায় ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিনের (নিপসম) এ সংক্রান্ত একটি গবেষণার ফলাফল আজ মঙ্গলবার প্রকাশিত হয়েছে।

রাজধানীর ৫টি হাসপাতালের ৮৯০ জন অন্তঃসত্ত্বার ওপর গত বছর এপ্রিল থেকে এ বছর এপ্রিল পর্যন্ত এই জরিপ চালানো হয়। তাদের মধ্যে কোভিড নেগেটিভ ছিলেন ৬৭৫ জন, পজেটিভ ছিলেন ২১৫ জন।

এ গবেষণা প্রসঙ্গে অবস্টেট্রিকাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অফ বাংলাদেশের (ওজিএসবি) সাবেক সভাপতি প্রফেসর ডা. সামিনা চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, 'গবেষণার ফলাফল থেকে দেখা যায় যে করোনাভাইরাসের সঙ্গে মাতৃত্বজনিত সমস্যার বিকাশের একটি যোগসূত্র আছে। সুতরাং, অন্তঃসত্ত্বারা করোনা আক্রান্ত হলে তাদের চিকিত্সার বিষয়ে আমাদের আরও সতর্কতা অবলম্বন করতে হবে।'

সমস্যাগুলোর মধ্যে দেখা গেছে, প্রিটার্ম ডেলিভারি অর্থাৎ ৩৭ সপ্তাহের আগে সন্তান প্রসব হয়েছে ৭৮ দশমিক ৭৯ শতাংশের, মায়ের গর্ভে সন্তানের মৃত্যু হয়েছে ১৫ দশমিক ১৫ শতাংশ, অন্যত্র গর্ভধারণ হয়েছে ৪ দশমিক ০৪ শতাংশের।

গবেষণার ফলাফলে দেখা যায়, করোনা আক্রান্ত নারীর আগে থেকে স্বাস্থ্যগত জটিলতা থাকলে করোনা আক্রান্ত নন এমন অন্তঃসত্ত্বার তুলনায় তাদের মাতৃত্ব বিকাশে ঝুঁকি বেশি।

জরিপে অংশগ্রহণকারী অন্তঃসত্ত্বাদের মধ্যে যাদের আগে থেকে স্বাস্থ্যগত জটিলতা ছিল তাদের ৬২ দশমিক ৮ শতাংশের প্রতিকূল ফলাফল দেখা গেছে। তবে যাদের করোনা হয়নি এমন অন্তঃসত্ত্বাদের ক্ষেত্রে জটিলতা তৈরি হয়েছিল মাত্র ৭ দশমিক ৪ শতাংশের।

Comments

The Daily Star  | English

Yunus joins stakeholders’ dialogue on Rohingya crisis in Cox’s Bazar

The three-day conference began with the aim of engaging global stakeholders to find solutions to the prolonged Rohingya crisis

29m ago