মিথ্যা বলছেন কোহলি, দাবি ভারতীয় বোর্ডের

বিরাট কোহলির চাঞ্চল্যকর সংবাদ সম্মেলনের পর থেকেই অপেক্ষায় ছিল কেমন হবে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রতিক্রিয়া। শেষ পর্যন্ত নিজেদের মধ্যকার বিরাট সংঘাতই প্রকাশ পেল বোর্ডের বক্তব্যে। কোহলি মিথ্যা বলেছেন বলেই দাবি করেছে বিসিসিআই। এমন সংবাদই প্রকাশ পেয়েছে ভারতীয় গণমাধ্যমে।
টি-টোয়েন্টির নেতৃত্ব না ছাড়তে কোহলিকে অনুরোধ করা হয়েছিল বলেই দাবি করেছিলেন গাঙ্গুলি। কিন্তু বুধবার দক্ষিণ আফ্রিকা সফরে উড়ে যাওয়ার আগে কোহলি বলেন ভিন্ন কথা। সেই দাবি খারিজ করে বলেন, 'আমি যখন টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ার কথা বলি, বিসিসিআই ভালোভাবেই মেনে নেয়। আমাকে নেতৃত্ব ছাড়তে বারণ করা হয়নি।'
তাতে স্বাভাবিকভাবেই দুই পক্ষের মধ্যে সংঘাত স্পষ্ট হয়ে ওঠে। সংবাদ সম্মেলনে কোহলির মন্তব্যের তীব্র বিরোধিতা করে বিসিসিআই। বোর্ডের এক কর্তা এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে স্পষ্ট জানিয়ে দিলেন, সেই সেপ্টেম্বরেই টি-টোয়েন্টির অধিনায়কত্ব নিয়ে বোর্ড কর্তারা কথা বলেছিলেন কোহলির সঙ্গে। তাকে অধিনায়কত্ব না ছাড়তেও অনুরোধ করা হয় তখন।
সেই বোর্ড কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেন, 'বিরাট কী করে বলছে যে ওর সঙ্গে কথা বলা হয়নি। আমরা সেপ্টেম্বরেই ওর সঙ্গে কথা বলেছিলাম। অনুরোধ করেছিলাম টি-টোয়েন্টির অধিনায়কত্ব না ছাড়তে। কিন্তু একবার ও সিদ্ধান্ত নিয়ে নেওয়ার পর সাদা বলের ক্রিকেটে দু'জন অধিনায়ক রাখা সম্ভব ছিল না।'
এমনকি ওয়ানডে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার মাত্র দেড় ঘণ্টা আগে তাকে জানানো হয় বলে দাবি করেছিলেন কোহলি। এ কথারও বিরোধিতা করেন সেই কর্মকর্তা, 'নির্বাচক প্রধান চেতন শর্মা দল নির্বাচনের বৈঠকের দিন সকালেই কোহলিকে জানিয়ে দেন, যে তিনি আর অধিনায়ক থাকছেন না।'
সবমিলিয়ে বোর্ডের ওই কর্তার দাবি অনুযায়ী কোহলি যা বলেছেন তার অধিকাংশই মিথ্যা। তাতে দুই পক্ষের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন হয়ে দাঁড়িয়েছে।
এদিকে ক্রিকেট পাড়ায় জোড় গুঞ্জন ভারতীয় ক্রিকেটে এখন দুটি পক্ষ তৈরি হয়েছে। যার একটিতে রয়েছেন সৌরভ গাঙ্গুলির বোর্ড। অপর পক্ষে আছেন কোহলি-শাস্ত্রী জুটি। কিছুদিন আগে রবি শাস্ত্রীও বিসিসিআই প্রেসিডেন্টকে পরোক্ষভাবে খোঁচা মেরে বলেছিলেন, তার দলের সাফল্যে অনেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন। আজ সরাসরি অবস্থান নেন কোহলি। এখন বোর্ডের পক্ষ থেকে কি অবস্থান নেওয়া হয় তাই দেখার পালা।
Comments