নতুন জীবনে আগুয়েরোকে মেসির শুভ কামনা

সেই বয়সভিত্তিক দল থেকে একত্রে পথ চলার শুরু। এরপর কেটে গেছে প্রায় দেড় যুগ। দুইজন আর্জেন্টিনা দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন। তবে অ্যারিথমিয়া বা অনিয়মিত হৃৎস্পন্দনের কারণে আগের দিন বুট জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নেন সের্জিও আগুয়েরো। কাছের বন্ধু এমন বিদায়ে শুভ কামনা জানিয়ে সামাজিক মাধ্যমে আবেগঘন এক বার্তা লিখেছেন লিওনেল মেসি।

মেসির সঙ্গে আর্জেন্টিনার অনূর্ধ্ব-২০ দলে একসঙ্গে খেলছেন আগুয়েরো। ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে ফুটবলে জিতেছেন সোনার পদক। চলতি বছর প্রথমবারের মতো আন্তর্জাতিক শিরোপার স্বাদ পেয়েছেন তারা। কোপা আমেরিকা জিতে আর্জেন্টিনার ২৮ বছরের শিরোপা খরা মিটিয়েছেন তারা। ভাগ্য সঙ্গ দিলে হয়তো ২০২২ বিশ্বকাপে আরও একবার মাঠ মাতাতে দেখা যেতে পারতো তাদের।

ক্লাব পর্যায়েও মেসির সঙ্গে খেলার জন্য গত গ্রীষ্মেই ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন আগুয়েরো। কিন্তু দুর্ভাগ্য তার কাতালান ক্লাবে থাকতে পারেননি মেসি। নতুন ক্লাবে যোগ দিয়ে বেশির ভাগ সময় ছিলেন মাঠের বাইরে। ফিরে মাত্র চার ম্যাচ খেলার পর ইতি টানতে হলো ফুটবল ক্যারিয়ারের।

গত অক্টোবরের শেষদিকে আলাভেসের বিপক্ষে লা লিগার ম্যাচের ঘটনা। ৪২তম মিনিট বুকে ব্যথা অনুভব করেন আগুয়েরো। তৎক্ষণাৎ মাঠে শুয়ে পড়েন তিনি। প্রাথমিক শুশ্রূষার পর সেখান থেকে তাকে সরাসরি নেওয়া হয় হাসপাতালে। পরে তার হৃদযন্ত্রে সমস্যা চিহ্নিত করেন চিকিৎসকরা।

আগুয়েরো এমন বিদায়ে ইনস্টাগ্রামে আবেগি বার্তা লিখেছেন মেসি, 'প্রায় পুরো ক্যারিয়ারই একসঙ্গে, কুন... আমাদের দারুণ কিছু মুহূর্ত আছে এবং আরও কিছু মুহূর্ত অতটা দারুণ ছিল না তবে সবকিছু আমাদের আরও ঘনিষ্ঠ করেছে। আমরা ভালো বন্ধু হয়ে উঠেছি। মাঠের বাইরেও আমাদের এই সম্পর্ক বজায় রেখেছি।'

'মাত্র কিছু দিন আগে কোপা আমেরিকা জয়ের আনন্দময় মুহূর্ত, সঙ্গে ইংল্যান্ডে তুমি যা অর্জন করেছো... এবং সত্যিটা হলো, তুমি যে কাজটা করতে সবচেয়ে বেশি ভালোবাসো সেটাই আজ বন্ধ করতে হলো তা দেখে অনেক কষ্ট লাগছে। আমি নিশ্চিত যে তুমি সুখী থাকবে। কারণ, তুমি এমন একজন মানুষ যে আনন্দের দীপ্তি ছড়িয়ে দেয় এবং আমরা যারা তোমাকে ভালোবাসি, তোমার পাশেই থাকব।'

'এখন তোমার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে এবং আমি নিশ্চিত যে, তুমি সেটা একই উদ্দীপনার সঙ্গে হাসিমুখে উপভোগ করবে। জীবনের নতুন অধ্যায়ে তোমাকে শুভকামনা! আমি তোমাকে খুব ভালোবাসি বন্ধু। তোমার সঙ্গে মাঠে এবং জাতীয় দলে কাটানো সময়টা অনেক মিস করব।'

Comments

The Daily Star  | English

Bangladesh Police: Equipped to inflict heavy casualties

Police arms records show the brutal truth behind the July killings; the force bought 7 times more lethal weapons than non-lethal ones in 2021-23

17h ago