ক্রেতার অভাবে নিলাম হলো না ম্যারাডোনার বাড়ি-গাড়ি

শেষ পর্যন্ত নিলাম হলো না কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনার বাড়ি-গাড়ি সহ বহু মূল্যবান জিনিস। মূলত ক্রেতার অভাবে অবিক্রীত থেকে যায় জিনিসগুলো।

২০২০ সালের ২৫ নভেম্বর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে চিরবিদায় নিয়েছেন ম্যারাডোনা। পরে তার ঋণ এবং ব্যয় পরিশোধের জন্য এ কিংবদন্তির সব সম্পত্তি নিলামের আদেশ দিয়েছিলেন বিচারক লুসিয়ানা টেডেসকো।

রোববার প্রয়াত এ ফুটবলারের ব্যবহৃত ৮৭টি জিনিস নিলামে উঠানো হয়। যার সবকটি ছিল মূল্যবান। আর এ কারণেই অনেক জিনিসের কোনো ক্রেতাই পাওয়া যায়নি। সমুদ্রতীরবর্তী অ্যাপার্টমেন্ট, দুটি বিএমডাব্লিউ গাড়ি এবং তার বাবা-মায়ের জন্য বাড়িটি রয়েছে এ তালিকায়।

বাবা-মায়ের জন্য কেনা বাড়িটির মূল্য ধরা হয়েছিল ৯ লাখ ডলার। ৬৫ হাজার ডলার ধরা হয় সমুদ্রতীরবর্তী অ্যাপার্টমেন্টটির। এছাড়াও, দুটি বিএমডাব্লিউ গাড়ি, যার দাম ছিল ২২৫০০০ ডলার এবং ১৬৫০০০ ডলার। সেই সঙ্গে ছিল হুন্ডাই ভ্যানের মূল্য ছিল ৩৮ হাজার ডলার। কিন্তু এগুলোর জন্য কোনো ক্রেতাই খুঁজে পাওয়া যায়নি।

অথচ এর আগে আয়োজকরা জানিয়েছেন যে ল্যাতিন আমেরিকা, ইতালি, ফ্রান্স, ইংল্যান্ড, রাশিয়া এবং দুবাই জুড়ে নিলামে অংশ নিয়েছিলেন ১৫০০ জনেরও বেশি ক্রেতা।

নিলামে ম্যারাডোনার ব্যবহৃত জিনিসে চাহিদা ছিল বেশ। বিশেষ করে একটি নীল ফিতা যুক্ত একটি খড়ের টুপি যা ব্যবহার করতেন এ কিংবদন্তি। এর ভিত্তি মূল্য ছিল ২০ ডলার। প্রথম প্রস্তাব  ছিল ৫০ ডলার। শেষ পর্যন্ত ৩২০ ডলারে কিনে নেন এক ক্রেতা।

এছাড়া ভেনেজুয়েলার পতাকার রঙের একটি টুপিও নিলাম হয়েছে ৫২০ ডলারে। স্বয়ং দেশটির রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোর কাছ থেকে পেয়েছিলেন ম্যারাডোনা।

জিমনেসিয়া দে লা প্লাতার টেকনিক্যাল পরিচালক হিসাবে প্রথম বিজয়ের ব্যবহার করেছিলেন তিনি। আন্দালুসিয়ান গিটারিস্ট ভিসেন্টে অ্যামিগো স্বাক্ষরিত একটি গিটার বিক্রি হয়েছে ১০০০ ডলারে।

সবমিলিয়ে আনুমানিক দেড় মিলিয়ন ডলারের বেশি মূল্যের সম্পত্তি নিলামে তোলা হয়েছিল। কিন্তু এদিন নিলাম হয়েছে মাত্র তিন ঘণ্টার। তাতে জিনিস বিক্রি হয়েছে মাত্র ২৬ হাজার ডলারের।

দিনের সর্বোচ্চ নিলাম ওঠে শিল্পী লু সেডোভার একটি পেইন্টিং। 'বিটুইন ফিওরিটো এবং দ্য স্কাই' এর জন্য ২১৫০ ডলার দাম দেওয়া হয়। কিউবার প্রয়াত নেতা ফিদেল কাস্ত্রোর সাথে ম্যারাডোনার একটি ছবি বিক্রি হয় ১৬০০ ডলারে।

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

3h ago