দেশ উন্নতি করলে শত্রু বাড়ে: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ছবি: সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, কোনো দেশ যখন উন্নতি করতে থাকে, তখন তার শত্রু ও চাপ দুটোই বেড়ে যায়।

আজ মঙ্গলবার রাজধানীতে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

সেমিনারে মন্ত্রী বলেন, 'বাংলাদেশের উন্নয়নে খুশি না হওয়ায় দেশ ও বিদেশের কিছু লোক মার্কিন আইনপ্রণেতাদের কাছে মিথ্যা তথ্য দেয়।'

'তারা ভাবে আওয়ামী লীগ কেন এত ভালো করছে। দেশের মানুষ কেন এত ভালো অবস্থায় থাকবে। বাংলাদেশ স্বাবলম্বী হচ্ছে, এটা তাদের পছন্দ না। তাই তারা মিথ্যা তথ্য দিচ্ছে,' বলেন তিনি।

র‌্যাব ও এর সাবেক-বর্তমান ৭ শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, 'যুক্তরাষ্ট্রকে দেওয়া "মিথ্যা তথ্য" নিয়ে সরকারের কাজ করার সুযোগ আছে।'

নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশ চাপের মুখে আছে কি না? জানতে চাইলে মোমেন বলেন, 'তারা তাদের কাজ করছে এবং বাংলাদেশ বাংলাদেশের কাজ করবে।'

মন্ত্রী বলেন, 'কোনো দেশ যখন উন্নতি করতে থাকে তখন শত্রু ও চাপ দুটোই বেড়ে যায়।'

তিনি বলেন, 'বাংলাদেশে একজন মরলে বিচারবহির্ভূত হত্যা বলা হয়, আর যুক্তরাষ্ট্রে মারা গেলে বলা হয় দায়িত্ব পালনের সময় মারা গেছে।'

'আমাদের দেশে একজন মরলেই সংবাদপত্র লেখে বিনা বিচারে হত্যা। কিছু লোক তা দেখে তথ্য সরবরাহ করে,' যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English

India, Pakistan agree ceasefire

Announces Trump after rivals launch multiple attacks on key military installations; Islamabad, New Delhi confirm truce 

39m ago