২১ জানুয়ারি থেকে শুরু বিপিএল

অবশেষে চূড়ান্ত হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হওয়ার দিনক্ষণ। আগামী ২১ জানুয়ারি থেকে মাঠে গড়াবে আসরটি। ১৮ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি ফাইনাল দিয়ে শেষ হবে এবারের আসর। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এবারও বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হবে না বলে জানিয়েছে বিসিবি। তিনটি ভেন্যুতে ছয় দল নিয়ে অনুষ্ঠিত হবে এ আসর। আসরের চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি এক কোটি টাকা। রানার্সআপ দল পাবে ৫০ লাখ টাকা। আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট।

এবারের আসরে থাকছে না গত আসরের চ্যাম্পিয়ন রাজশাহী এবং সাবেক চ্যাম্পিয়ন রংপুর থেকে কোনো ফ্র্যাঞ্চাইজি। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, কুমিল্লা ও খুলনার ফ্র্যাঞ্চাইজি নিয়ে অনুষ্ঠিত হবে এবারের বিপিএল।

পুরনো দলগুলোর মধ্যে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স থাকছে এবারের আসরে। প্রায় তিন বছর পর বিপিএলে ফিরছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বেক্সিমকো, বসুন্ধরা এবং জেমকন গ্রুপের মতো পরিচিত ফ্র্যাঞ্চাইজিরা থাকছে না বিপিএলে।

এবারের বিপিএলে অবশ্য দল গঠনে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। এর আগে একাদশে বিদেশি খেলোয়াড়ের কোটা ছিল চারটি। এবার সেটা কমিয়ে করা হয়েছে তিনটি। অর্থাৎ একাদশে সর্বোচ্চ তিনজন খেলোয়াড় রাখতে পারবে প্রতিটি দল। তবে স্কোয়াডে সর্বোচ্চ আটজনকে অন্তর্ভুক্ত করতে পারবে দলগুলো। ড্রাফটের বাইরে সর্বোচ্চ তিনজন খেলোয়াড় কিনতে পারবে তারা।

এছাড়া প্রতিটি দল প্লেয়ার্স ড্রাফটের আগে যে কোনো ক্যাটাগরি থেকে একজন খেলোয়াড়কে আগেই বাছাই করে নিতে পারবে। ড্রাফটের পর সবমিলিয়ে সর্বনিম্ন ১০ থেকে সর্বোচ্চ ১৪ জন স্থানীয় খেলোয়াড় নিতে পারবে তারা।

Comments

The Daily Star  | English

Students, teachers declare 'shutdown' at JnU

JnU students have continued their blockade at the capital's Kakrail intersection for the second consecutive day

56m ago