থিয়েটার শিল্পী কাজী সাঈদ হোসেন দুলাল মারা গেছেন

বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি মণ্ডলীর সদস্য কাজী সাঈদ হোসেন দুলাল আর নেই।
আজ বুধবার রাজশাহী শহরে নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হলে তিনি সেখানে মারা যান।
পুঠিয়া থিয়েটারের সাধারণ সম্পাদক সাগর কুমার সরকার তার মৃত্যুর খবর নিশ্চিত করে দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ বুধবার দুপুরের পর রাজশাহী শহর থেকে পুঠিয়ার কাঁঠালবাড়িয়া এলাকায় তার বাড়ি পৌঁছানোর পর তিনি অসুস্থ্য হয়ে পড়েন। পরে তাকে পুঠিয়া হাসপাতালে নেওয়া হলে বেলা সাড়ে ৫টায় হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৬৫ বছর।'
লোকনাট্য গবেষণায় তার ভূমিকার জন্য শিল্পকলা একাডেমি পুরষ্কার পেয়েছিলেন সাঈদ হোসেন দুলাল।
তিনি শিল্পসমালোচক ও রাজশাহীর পুঠিয়া উপজেলা থিয়েটারের সভাপতি ছিলেন।
সাঈদ হোসেন দুলালের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার দুপুরের পর তার মরদেহ পুঠিয়া রাজবাড়ি প্রাঙ্গনে রাখা হবে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য।
Comments