বনানী কবরস্থানে সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদের দাফন

একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদের দাফন সম্পন্ন হয়েছে। ৩ দফা জানাজা শেষে আজ রোববার বিকেলে বনানী কবরস্থানে তার দাদির কবরে তাকে দাফন করা হয়।

এর আগে, জাতীয় প্রেসক্লাব ও তার জন্মস্থান নরসিংদীতে সমাজের বিশিষ্টজন ও গণমাধ্যমকর্মীরা তাকে শ্রদ্ধা জানান।

আজ সকাল ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবে নিয়ে আসা হয় ক্লাবের সাবেক সভাপতি রিয়াজউদ্দিন আহমেদের মরদেহ।

সেখানে রিয়াজউদ্দিন আহমেদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ হুমায়ূন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সম্পাদক পরিষদের সভাপতি ও ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) সভাপতি এ কে আজাদ, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, শফিকুর রহমান ও সাইফুল আলম, বর্তমান সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি মঞ্জুরুল ইসলাম বুলবুল, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, বিএফইউজে সভাপতি এম আবদুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি কাদের গনী চৌধুরী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক ডা. নূরুল ইসলাম হাসিব, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচন কমিশনের পক্ষে নির্বাচন কমিশনের সদস্য এম শাহজাহান মিয়া, মনজুরুল আহসান বুলবুল ও এম এ আজিজ প্রমুখ।

জাতীয় প্রেসক্লাবে রিয়াজউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এখানে পরিবারের পক্ষ থেকে তার ছেলে এম মাসরুর রিয়াজ বক্তব্য রাখেন।

জানাজা শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, 'যখন সংবাদকর্মীদের স্বাধীনতা, সংবাদমাধ্যমের স্বাধীনতা ব্যাহত হচ্ছে, এমন এক সময় তিনি চলে গেলেন। তার চ‌লে যাওয়া জাতির জন্যে, মানুষের জন্যে, বিশেষ করে গণমাধ্যমের জন্য এক অপূরণীয় ক্ষতি।'

জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, 'তিনি আমাদের অত্যন্ত প্রিয়জন ছিলেন, অভিভাবক ছিলেন।'

জাতীয় প্রেসক্লাবে শ্রদ্ধা নিবেদন ও জানাজা শেষে রিয়াজউদ্দিন আহমেদের মরদেহ নিয়ে যাওয়া হয় তার জন্মস্থান নরসিংদীর মনোহরদী উপজেলার গ্রামের বাড়িতে। সেখানে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তার মরদেহ নেওয়া হয় বারিধারার বাসভবনে। বারিধারা দূতাবাস রোড মসজিদে তৃতীয় জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাদির কবরে চিরনিদ্রায় শায়িত করা হয়।

এদিকে, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক সদস্য ও রিয়াজউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

Comments

The Daily Star  | English
Primary school dropout rate Bangladesh

Primary Schools: Dropouts up after 14 years of decline

In a setback for the country’s primary education system, the school dropout rate saw a sudden rise last year after a steady decline over 14 years, according to a government report.

10h ago