প্লেয়ার্স ড্রাফটের আগে বিপিএলের এলোমেলো দশা

প্রতিবছরই বিপিএল নিয়ে থাকে ঘোর অনিশ্চয়তা, থাকে অব্যবস্থাপনা। এক দশকেও টি-টোয়েন্টি এই ফ্রেঞ্চাইজি আসর নিয়মিত করতে না পারার সঙ্গে অগোছালো অবস্থাও কাটাতে পারেনি বিসিবি। এবারও দল সংখ্যা, পরিসর নিয়ে দোলাচল ছিল বিস্তর। শেষ পর্যন্ত তিন ভেন্যুতে ছয় দলের অংশ নেওয়া নিশ্চিত হলেও প্লেয়ার্স ড্রাফটের আগের দিন অনেক কিছুই যেন ঠিক নেই এখনো। এমনকি আগের রাতে বাদ পড়েছে একটি ফ্রেঞ্চাইজি। এখনো বিসিবি প্রকাশ করেনি ড্রাফটে থাকা ক্রিকেটারদের তালিকাও।

সোমবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুর বলরুমে হবে প্লেয়ার্স ড্রাফট। গত ২২ ডিসেম্বর বিপিএল শুরুর তারিখ জানানোর দিন বিসিবির দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী তাতে অংশ নেবে ছয়টি ফ্রেঞ্চাইজি। তবে প্লেয়ার্স ড্রাফটের আগের রাতে জানা গেল ঢাকার ফ্রেঞ্চাইজির সত্ত্ব পাওয়া রূপা ফ্রেব্রিকস লিমিটেড ও মার্ন স্টিল লিমিটেড (কনসোর্টিয়াম) বিসিবিকে নির্দিষ্টের অঙ্কের ব্যাংক গ্যারান্টি জমা দিতে পারেনি। সূত্রের খবর ফ্রেঞ্চাইজিটি বাতিল হয়ে যাচ্ছে। ঢাকার দল বিসিবি নিজেরা নাকি অন্য কোন ফ্রেঞ্চাইজি পাচ্ছে তাও নিশ্চিত নয়। অর্থাৎ ড্রাফটের আগে থেকে যাচ্ছে ধোঁয়াশা।

ঢাকা দল সত্ত্ব পাওয়ার পর দেশি ক্রিকেটারের তালিকায় সৌম্য সরকারকে ড্রাফটের বাইরে থেকে দলে নিয়েছিল। রোববার সকালে দ্য ডেইলি স্টারের সঙ্গে আলাপে এই দলের কর্মকর্তা শিকদার আবুল হাসেম জানান, বিকেলের মধ্যে ড্রাফটের বাইরের বিদেশি ক্রিকেটার নিশ্চিত করবেন তারা। এরপর অনেকবার তার সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি আর ফোন ধরেননি। তাদের দল বিপিএলে থাকছে কিনা ক্ষুদে বার্তা পাঠিয়ে এই জবাবও মেলেনি।

২২ ডিসেম্বর আগ্রহী ফ্রেঞ্চাইজিগুলোর নাম জানালেও কারা নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যাংক গ্যারান্টি জমা দিয়ে অংশ নেওয়া নিশ্চিত করেছে তা জানায়নি বিসিবি। বিভিন্ন সূত্রে দলগুলোর নাম জানা গেলেও সেটিও পায়নি আনুষ্ঠানিক রূপ। এমনকি প্লেয়ার্স ড্রাফটে দেশি ও বিদেশি ক্রিকেটারদের তালিকাও প্রকাশ করেনি বিসিবি।

প্লেয়ার্স ড্রাফটের আগে  সর্বোচ্চ একজন দেশি ক্রিকেটার ও তিনজন বিদেশি ক্রিকেটার দলে নেওয়ার সুযোগ ছিল ফ্রেঞ্চাইজিগুলোর। সেই সুযোগ এখন পর্যন্ত পুরোপুরি কাজে লাগিয়েছে দুটি দল।

কুমিল্লা লিজেন্ডস লিমিটেড কোম্পানির নামে অর্থমন্ত্রী আহম মোস্তাফা কামালের মেয়ে নাফিসা কামালের মালিকানাধিন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সবকিছুই চূড়ান্ত। দেশি ক্রিকেটার হিসেবে তারা নিশ্চিত করেছে মোস্তাফিজুর রহমানকে। ড্রাফটের বাইরের কুমিল্লার তিন বিদেশী ক্রিকেটার ফাফ দু প্লেসি, সুনিল নারাইন, মঈন আলি। 

ফরচুর গ্রুপের মালিকানাধীন ফরচুন বরিশাল দেশিদের মধ্যে ড্রাফটের বাইরে থেকে নিয়েছে সাকিব আল হাসানকে। আফগানিস্তানের অফ স্পিনার মুজিব উর রহমান ও শ্রীলঙ্কান অলরাউন্ডার দানুশকা গুনাথিলেকাকে ড্রাফটের বাইরে থেকে দলে নিয়েছে তারা। ড্রাফটের বাইরে থেকে ওয়েস্ট ইন্ডিজের একজন ক্রিকেটারকে তারা দলে নিয়েছে। তবে সেই ক্রিকেটারের অনুরোধে ড্রাফটের আগে তার নাম প্রকাশ করেনি দলটি।

এবার বিপিএলে সিলেটের ফ্রেঞ্চাইজির সত্ত্ব পেয়েছে প্রগতি গ্রিন অটো রাইস মিলস লিমিটেড। এই কোম্পানির দায়িত্বে থাকা শেখ কুদরত-ই ইবতিহাজ কদিন আগে তাদের দলের নাম জানিয়েছিলেন সিলেট সানরাইজার্স। ড্রাফটের বাইরে থেকে এই দলে খেলার কথা নিশ্চিত করেন পেসার তাসকিন আহমেদ। ড্রাফটের বাইরে থেকে বিদেশি কারা খেলবেন তা আগের দিন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি দলটি। তবে শ্রীলঙ্কান দীনেশ চান্দিমালের সঙ্গে তাদের কথা চলছিল বলে জানা যায়।

আখতার গ্রুপের মালিকানায় থাকা  চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ড্রাফটের বাইরে থেকে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে নিশ্চিত করেছিল। কিন্তু বিদেশি কারো নাম তারাও প্রকাশ করেনি। মাইন্ড ট্রি লিমিটেডের ফ্রেঞ্চাইজি খুলনা টাইগার্স মুশফিকুর রহিমকে নিশ্চিত করলেও আর কারো নাম জানায়নি।

সোমবার প্লেয়ার্স ড্রাফটে ৬টি ক্যাটাগরি থেকে দেশি ক্রিকেটারদের দলে নিতে পারবে দলগুলো। ৫ ক্যাটাগরি থেকে নেওয়া যাবে বিদেশি ক্রিকেটার। ড্রাফটে দেশি ক্রিকেটারদের সর্বোচ্চ পারিশ্রমিক ৭০ লাখ। বিদেশি সর্বোচ্চ ক্যাটাগরির ক্রিকেটাররা পাবেন ৭৫ হাজার ইউএস ডলার করে।

২১ জানুয়ারি শুরু হবে বিপিএলের ৮ম আসর। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে মাসব্যাপী চলা এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনাল হবে ১৮ ফেব্রুয়ারি। তবে শুরুর আগেই অব্যবস্থাপনা শঙ্কা জাগাচ্ছে টুর্নামেন্টটির সফলতা নিয়ে।

Comments

The Daily Star  | English
Mirza Fakhrul on polls

Efforts on to make polls questionable and delayed: Fakhrul

Says Chief Adviser Yunus has assured BNP that the election will be held in February 2026

1h ago