করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে সৌরভ গাঙ্গুলি

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। ফলে সোমবার রাত সাড়ে ১১টার দিকে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।

রোববার থেকেই সর্দি ও জ্বর ছিল সৌরভের। একই সঙ্গে গা ম্যাজম্যাজও করছিল। পরে তার নিয়মিত চিকিৎসক সপ্তর্ষি বসুর পরামর্শে করোনা পরীক্ষা করানো হয় তার। প্রথমে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট এরপর পিসিআর টেস্ট করানো হয়। দুই রিপোর্টেই জানা যায় কোভিড পজিটিভ বিসিসিআই সভাপতি।

বর্তমানে সৌরভের শারীরিক অবস্থা স্থিতিশীল। মোনোক্রোনাল অ্যান্টিবডি থেরাপি হয়েছে তার। জ্বর ও শ্বাসকষ্ট নেই। কোভিডের কারণে তেমন কোনো জটিলতাও নেই।

ভারতীয় গণমাধ্যমের সংবাদ অনুযায়ী, সৌরভের ভাইরাল লোড ১৯.৫। মূলত কোনো ধরণের ঝুঁকি এড়াতে হাসপাতালে নেওয়া হয় সৌরভকে। চলতি বছরের শুরুর দিকে হার্টে তিনটি স্টেন্ট বসানো হয়েছিল তার।

এরমধ্যেই সৌরভের স্ত্রী ডোনা ও মেয়ে সানার র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট হয়েছে। সেখানে রিপোর্ট নেগেটিভ এসেছে তাদের। তবে আজ  পিসিআর টেস্টও করানো হবে।

এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তার ভাই স্নেহাশিস গাঙ্গুলি। তখন সৌরভসহ পরিবারের সবাইকে থাকতে হয়েছিল হোম কোয়ারেন্টিনে।

সাম্প্রতিক সময়ে করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপকভাবে বেড়েছে ভারতে। তৃতীয় ওয়েভের সম্ভাবনায় উদ্বিগ্ন চিকিৎসকরা। ধীরে ধীরে বাড়ছে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যাও। এরই মধ্যে আক্রান্ত ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতি।

Comments

The Daily Star  | English

Decision on AL political activities ban after official gazette received: CEC

The CEC made the remarks following a meeting with a delegation from the US-based organisation Carter Center

48m ago