কলকাতা ও ঢাকায় প্রদর্শিত হবে 'আজব কারখানা'

ছবি: সংগৃহীত

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে যাচ্ছে নির্মাতা শবনম ফেরদৌসীর প্রথম পূর্ণদৈর্ঘ্য কাহিনী চিত্র 'আজব কারখানা'। উৎসবের ২৭ তম এই আসরের 'এশিয়ান সিলেক্ট: নেটপ্যাক অ্যাওয়ার্ড' বিভাগে প্রদর্শনের জন্য মনোনীত হয়েছে চলচ্চিত্রটি।

আগামী বছর ৭ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত কলকাতার নন্দনে অনুষ্ঠিত হবে এই চলচ্চিত্র উৎসব।

'আজব কারখানা' বাংলাদেশে প্রথম প্রদর্শিত হবে ২০তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বাংলাদেশ প্যানোরমা বিভাগে। আগামী ১৫ থেকে ২৩ জানুয়ারি রেইনবো ফিল্ম সোসাইটি এই উৎসবের আয়োজন করছে।

২০১৬-১৭ সালে বাংলাদেশ সরকারের অনুদান পায় 'আজব কারখানা'। ছবিটি প্রযোজনা করেছেন সামিয়া জামান। চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ভারতীয় অভিনেতা, নির্মাতা ও প্রযোজক পরমব্রত চট্টোপাধ্যায়। এতে আরও অভিনয় করছেন দিলরুবা দোয়েল, শাবনাজ সাদিয়া ইমি, খালিদ হাসান রুমি, হেলিম বয়াতী, দিলু বয়াতী, কিতাব আলী, ক্রিস্টিয়ানো তন্ময়, মুনতাকা অর্পণ, মাইমুনা মমো এবং মাহরিন মান্য।

এক জন রকস্টারের গ্রাম বাংলার বাউল শিল্পীদের সংস্পর্শে আসা এবং নিজের জীবনের নতুন অর্থ খুঁজে পাওয়া- এ নিয়েই চলচ্চিত্রটির কাহিনী আবর্তিত হয়েছে। এতে আবহমান বাংলার বিভিন্ন গানের ধারা, ঘরানা ও মর্মবাণী তুলে ধরা হয়েছে। সেই সঙ্গে আছে রক ও ফিউশন।

ভারতীয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় বলেন, 'আমাদের ছবি "আজব কারখানা" আমরা ১৯ ও ২০ সালে মিলিয়ে বানিয়েছি। ছবিটি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে। আমি এই ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছি। অভিনয় করতে গিয়ে বাংলাদেশের লোকায়ত গান বাজনার যে সম্মান, তার সঙ্গে পরিচয় হয়েছে আমার। এটা আমার সৌভাগ্য যে আমি এই ছবিতে অভিনয় করতে পেরেছি।'

প্রথমবারের মতো কবি হেলাল হাফিজের ৪টি কবিতাকে গানে রূপায়ন করা হয়েছে এই চলচ্চিত্রে।

শবনম ফেরদৌসী প্রায় ৪০টিরও বেশি প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন। তার পরিচালিত 'জন্মসাথী' ২০১৬ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন ছাড়াও দেশ-বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে এবং একাধিক পুরস্কার অর্জন করেছে।

Comments

The Daily Star  | English
Kudos for consensus in some vital areas

Kudos for consensus in some vital areas

If our political culture is to change, the functioning of our political parties must change dramatically.

1h ago