১১ মাসে ভারতীয় সীমান্তে ১৫ বাংলাদেশি নিহত

স্টার অনলাইন গ্রাফিক্স

চলতি বছরের নভেম্বর পর্যন্ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলি ও নির্যাতনে ১৫ বাংলাদেশি নিহত হয়েছেন। তাদের মধ্যে ১৪ জনকে গুলি ও একজনকে শারীরিক নির্যাতন করে হত্যা করা হয়।

মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য বিশ্লেষণ করে এ চিত্র পাওয়া গেছে।

গত জানুয়ারি থেকে নভেম্বর মাস পর্যন্ত ১১ মাসে সবচেয়ে বেশি নিহত ও আহতের ঘটনা ঘটেছে রংপুর বিভাগে। বিভাগটিতে বিএসএফের গুলিতে ৮ জন নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছেন আরও ৮ জন।

স্টার অনলাইন গ্রাফিক্স

একই সময়ে সিলেট বিভাগে বিএসএফের গুলিতে নিহত হয়েছেন ৩ জন। খুলনা ও ময়মনসিংহ বিভাগে একজন করে মোট ২ জন নিহত হয়েছেন।

রাজশাহী বিভাগে গুলি ও বিএসএফের শারীরিক নির্যাতনে ২ জন নিহত হয়েছেন।

আসকের গত ৭ বছরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ২০২০ সালে ভারতীয় সীমান্তে সর্বোচ্চ ৪৮ বাংলাদেশি নিহত হয়েছেন। ২০১৫ সালে দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ জন এবং ২০১৯ সালে ৪৩ বাংলাদেশি ভারতীয় সীমান্তে নিহত হয়েছেন।

সব মিলিয়ে ২০১৫ সালের জানুয়ারি থেকে চলতি বছরের নভেম্বর মাস পর্যন্ত মোট নিহত হয়েছেন ২২১ জন। আর এ সময়ের মধ্যে আহত হয়েছেন ২৪৪ জন।

আসকের সিনিয়র কো-অর্ডিনেটর (অ্যাডভোকেসি অ্যান্ড নেটওয়ার্কিং) আবু আহমেদ ফয়জুল কবির দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা ৯টি জাতীয় দৈনিক, কয়েকটি অনলাইন পত্রিকা ও আমাদের নিজস্ব সূত্র থেকে এই পরিসংখ্যান পেয়েছি।'

তিনি আরও বলেন, 'এই সংখ্যাটি আরও বেশি হতে পারে। কারণ সব ঘটনাই গণমাধ্যমে আসে না।'

Comments

The Daily Star  | English

5,500 new govt jobs likely

The government is likely to approve the creation of over 5,500 new posts across various ministries and agencies today, following proposals submitted by at least 10 ministries and divisions, officials said.

7h ago